ষ্টার জলাসার (Star Jalsha) জনপ্রিয় সিরিয়াল ‛খুকুমণি হোম ডেলিভারি (Khukumoni Home Delivery)’। শুরু থেকেই বেশ জনপ্রিয়তা অর্জন করেছে সিরিয়ালটি। টিআরপি (TRP) তালিকাতেও প্রথম পাঁচের মধ্যেই থাকে খুকুমণি। আর খুকুমণির পেঁপে দিয়ে চেপে ডায়লগ রীতিমত সবার মুখ মুখে লেগে রয়েছে। অবুঝ বিহানের সাহতে খুকুমনি জুটি মনে ধরেছে দর্শকদের। আর সম্প্রতি নতুন চমক দেখা গেল সিরিয়ালে।
ষ্টার জলসার পক্ষ থেকে সিরিয়ালের নতুন প্রমো ভিডিও রিলিজ করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে আসন্ন সরস্বতী পুজো উপলক্ষে স্পেশাল পর্ব দেখানো হবে সিরিয়ালে। যেখানে হাতেখড়ি হবে বিহানের। অন্য কেউ নয় বিহানের স্ত্রী খুকুমণি নিজেই সরস্বতী পুজোর দিনে সব ব্যবস্থা করবে। যাতে বিহানের লেখাপড়ার শুরু হতে পারে।
ভিডিওতে দেখা যাচ্ছে খুকুমণি বিহানকে বলছে, ‘আজ তোমার হাতেখড়ি রাজপুত্তুর প্রথম তুমি কি লিখতে চাও?’ যার উত্তরে বিহান বলে ‘মা’। তারপর খুকুমণি বিহানের হাতে চক তুলে দিয়ে স্লেটে লেখাতে যায়। তবে বিহানের ভালো হোক সেটা কখনোই চাইনি পরিবারের কিছু মানুষ। প্রোমো ভিডিওতেও সেই একই ছবি দেখা গিয়েছে। বিহান ‘মা’ লেখার আগেই তাঁর হাত থেকে কেড়ে নেওয়া হয়েছে স্লেট।
তবে খুকুমণি কিন্ত মোটেই ছেড়ে দেবার পাত্রী নয়। শাশুড়িমাকে দেখেই নিজের হাত বাড়িয়ে দিয়েছে খুকুমণি বিহানের হাতেখড়ির জন্য। সেখানেই ‘মা’ লিখে সম্পন্ন হলো বিহানের হাতেখড়ি পর্ব। বিশেষ এই প্রমো ভিডিওটি ইতিমধ্যেই লক্ষাধিক দর্শকেরা দেখেছেন ও বেশ ভাইরাল হয়ে পড়েছে নেটপাড়ায়। তবে এই প্রোমোতেও ট্রোল করতে ছাড়েননি নেটিজেনরা। এক দর্শকের মতে, ‘পুরো পাগলের একটা সিরিয়াল। এইটা শুরু হলেই চ্যানেল পাল্টাই নয়তো বা টিভি বন্ধ করে দেই। শুধু চিৎকার চেঁচামেচি অতিরিক্ত অবাস্তব’।
অন্যদিকে আরেক জনের মন্তব্য, ‘ বিহান তো লিখতে পারে না, তাহলে মা লিখলো কিভাবে? প্রথম হাতে খড়ি অ,আ থেকে শুরু করবে নাহলে কেউ হাত ধরে লিখে দিবে মা লেখাটা। একাই মা লিখলো?!’ এক নেটিজেন তো আরও বেশি চটেছেন প্রোমো দেখে। তাঁর মতে, ‘ঝগড়াটে, দজ্জাল,সারাদিন ছোটলোকের ভাষায় সবার সাথে কথা বলে বেড়ায়।জন্মে বইয়ের মুখ দেখলো না।তারা করবে সরস্বতী পুজো।’