‘সুখে দুঃখে মিষ্টি মুখে মিঠাই’, এই কথাটা একজন প্রতিটা বাঙালির ঘরে ঘরে পৌঁছে গিয়েছে। এক কথায় বাংলার সেরা সিরিয়াল পরিণত ব্যেছে মিঠাই (Mithai)। সিরিয়ালের মিঠাই সিদ্ধার্থ জুটি মন কেড়েছে সমস্ত বাঙালি দর্শকদের। সেই কারণেই প্রতিবারের TRP তালিকায় প্রথমেই থাকে মিঠাই। তবে এবার আর পর্দায় সীমিত নয়, বাংলার দুর্দান্ত সমস্ত মিষ্টির খোঁজে বাস্তবেই রাস্তায় নামল গোটা মোদক পরিবার। মিঠাই সিদ্ধার্থ থেকে শুরু করে শ্রীতমা ও বাকিরাও।
সম্প্রতি মোদক পরিবারের সেই মিষ্টি খোঁজ অভিযানের ভিডিও জি বাংলার অফিসিয়াল ফেসবুক পেজে শেয়ার করা হয়েছে। যেখান এসকল মাইল মনোহরা থেকে শুরু করে একাধিক মিষ্টি খেয়ে ট্রাই করেছে সকলে। আর সকলের মুখের এক্সপ্রেশন দেখলেই বোঝা যাচ্ছে যে মিষ্টির স্বাদ কেমন হতে পারে।
এদিন মিঠাইয়ের মত শাড়ি পরেই গিয়েছে মিঠাই অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডুকে। সাথে ডিজাইনার পাঞ্জাবি পরে চোখে সানগ্লাস নিয়ে দেখা গিয়েছে সিদ্ধার্থকে। ভিডিওতে দেখা যাচ্ছে কলকাতার বেশ পুরোনো ও প্রসিদ্ধ মিষ্টির দোকান মাখন লাল দাস এন্ড সন্স এ উপস্থিত হয়েছে মিঠাইয়ের টিম। সেখানে গিয়ে দোকানের মালিকের সাথে কথা বলেছেন তাঁরা।
ভিডিওতে গুজিয়া, সন্দেশ থেকে মনোহরা আট রকমের মিষ্টি সাজাহ অবস্থায় দেখানো হয়েছে। এছাড়াও আশপাশে রয়েছে একাধিক মিষ্টি। যা দেখলেই লোভে লেগে যাবে। এরপর প্রথম গুজিয়া টেস্ট করেছে মিঠাই অভিনেত্রী। তারপর একে একে সবাই মিলে মনোহরা খেয়েছে। আর মিঠাইয়ের হাতে একটা নয় একসাথে তিন তিনটে মনোহরা উঠে এসেছে।
এখানেই শেষ নয়! সিরিয়ালের উচ্ছেবাবু অর্থাৎ সিদ্ধার্থ যেখানে মিষ্টি খেতেই চায় না সেও দিব্যি মিষ্টি খেয়েছে। যেটা আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে ভিডিওটিকে দর্শকদের কাছে। ভিডিওটি শেয়ার করার পর থেকেই ব্যাপকভাবে ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়াতে। ভিডিও দেখে অনেকেই সিদ্ধার্থকে জামাই লাগছে বলে মনে করেছেন। এছাড়াও বরাবরের মত মিঠাইয়ের প্রশংসায় পঞ্চমুখ তো হয়েইছে দর্শকেরা।
প্রসঙ্গত, মিঠাইতে বর্তমানে বেশ কঠিন একটা পরিস্থিতি চলছে। সোমের পরিচয় নিয়ে শিল্প সম্মেলনীতে ওমি আগরওয়াল যা কান্ড করল তাতে গোটা মোদক পরিবার একপ্রকার শোকাহত। বাড়ি ফিরে সিদ্ধার্থ ও তাঁর বাবার মাঝে একপ্রকার ঝামেলাই হয়ে গিয়েছে। তবে এরই মধ্যে সোমের আসল বাবার খোঁজে নামতে উঠে পরে লেগেছে সিদ্ধার্থর বাবা। হয়তো মিঠাই সিদ্ধার্থ মিলেই আসল সত্যিটা উদ্ঘাটন করবে আগামী দিনে!