• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘প্রয়াত’ মিয়া খলিফা, ঘোষণা ফেসবুকের, বেঁচে উঠে নিজেই জবাব দিলেন প্রাক্তন পর্ণ তারকা

Published on:

Mia Khalifa,Ex Porn Star Mia Khalifa,Mia Khalifa Dead,মিয়া খলিফা,প্রয়াত মিয়া খলিফা,facebook declear mia khalifa dead,mia khalifa dead on facebook,facebook remembers mia khalifa

মিয়া খলিফা (Mia Khalifa) নামটা অনেকের কাছেই পরিচিত, যদিও সবাই সেটা স্বীকার করেন না! তিন মাস পর্ণ ইন্ডাস্ট্রিতে কাজ করেছিলেন মিয়া। তাতেই গোটা পৃথিবীর লোক চিনে গিয়েছে তাকে। তিন মাসের এই ভুলের খেসারত আজও দিয়ে যাচ্ছেন মিয়া। হয়তো সারাটাজীবন তাকে এই ভুলের জন্য মাশুল গুনতে হবে। তবে কিছুদিন আগেই গুঞ্জন ওঠে প্রয়াত মিয়া খলিফা। ফেসবুকের তরফে তাঁর অফিসিয়াল অ্যাকাউন্টটিকে স্মরণীয় করে দেওয়া হয়।

ফেসবুকে কোনো ভেরিফায়েড অ্যাকাউন্ট ব্যক্তিকে প্রয়াত হলে তার প্রোফাইলটিকে স্মরণীয় করে দেওয়া হয়। মিয়া খলিফার অ্যাকাউন্ট স্মরণীয় হতে দেখে রীতিমত চিন্তায় পরে গিয়েছিলেন অনেক ভক্তরা। তবে কি সত্যি সত্যিই প্রয়াত প্রাক্তন অ্যাডাল্ট ছবির এই তারকা? না বাস্তবে দিব্যি বেঁচে আছেন তিনি। ফেসবুকের ভুলেই স্মরণীয় হয়ে গিয়েছে তার প্রোফাইল। একেবারেই সুস্থ মিয়া।

Mia Khalifa,Ex Porn Star Mia Khalifa,Mia Khalifa Dead,মিয়া খলিফা,প্রয়াত মিয়া খলিফা,facebook declear mia khalifa dead,mia khalifa dead on facebook,facebook remembers mia khalifa

ফেসবুকের এমন একটা ভুলের পর মিয়া খলিফা নিজেই প্রতিক্রিয়া দিলেন টুইটারে। একটি মিম শেয়ার করেছেন মিয়া। যার অর্থ হল, এখনো মরিনি বেশ ভালোই আছি। মৃতকে ফিরিয়ে আনো। অবশ্য ফেসবুকের এমন মানুষকে মেরে ফেলার ভুল এই প্রথম নয়। কিছুদিন আগেই বাংলাদেশী লেখিকা তসলিমা নাসরিনের সাথেও এমনটাই হয়েছিল। তারপরেই টুইটারে ক্ষোভ উগরে দিয়েছিলেন লেখিকা।

প্রসঙ্গত, মিয়া খলিফা জন্মগত ভাবে লিবিয়ার বাসিন্দা। তবে জন্মের কিছু বছর পরেই আমেরিকায়  চলে আসেন তিনি। সেখানেই তার বড় হয়ে ওঠা। কিন্তু কিভাবে পর্ণ দুনিয়ায় এলেন মিয়া খালিফা? এই পিছনে রয়েছে একটি কাহিনী। ছোট থেকেই নিজের অতিরিক্ত ওজনের জন্য সকলের কাছে হাসি ঠাট্টার পাত্রী হয়ে উঠতেন তিনি। এরপর কলেজে পড়াকালীন মেদ ঝরিয়ে জনকে আকর্ষণীয় করে তোলেন মিয়া।

মেদ ঝরাতেই কলেজে সকলের কাছে বেশ আকর্ষণীয় হয়ে ওঠেন তিনি। যেটা তিনি কোনোমতেই হারাতে রাজি ছিলেন না। সেই থেকেই পর্ণ ইন্ডাস্ট্রিতে পা রাখার সিদ্ধান্ত নেন। হিজাব পরেই  অ্যাডাল্ট ছবিতে অভিনয়ের কাজ শুরু করেন। যে কারণে ব্যাপক সমালোচনার মুখোমুখি হন তিনি। তিন মাসে পরেই নিজের ভুল বুঝতে পারেন ও ইন্ডাস্ট্রি ছেড়ে দেন। বর্তমানে মডেলিংয়ের পাশাপাশি স্পোর্টস কমেন্টেটর হিসাবে কাজ করেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥