সিরিয়াল মানেই দর্শকদের বিনোদনের অন্যতম অঙ্গ । তাই অবসর সময়ে সিরিয়াল দেখতে ভালোবাসেন কম বেশি সকলেই। দর্শকমহলে বিপুল জনপ্রিয় এমনই একটি ধারাবাহিক হল ‘খড়কুটো’ (Khorkuto)। যৌথ পারিবারিক সম্পর্কের প্রেক্ষাপটে গুনগুন সৌজন্যর মিষ্টি প্রেমের গল্প নিয়ে তৈরি হয়েছে এই সিরিয়াল। শুরু থেকেই এই সিরিয়ালের অন্যতম পছন্দের জুটি হয়ে উঠেছে গুনগুন (Gungun)-সৌজন্য (Soujanya)।
ভক্তরা ভালোবেসে তাদের নাম দিয়েছেন সৌগুন। তবে সৌগুন ছাড়াও এই সিরিয়ালে দর্শকদের পছন্দের একাধিক চরিত্র রয়েছে মুখার্জী বাড়িতে। এই সিরিয়ালের মাধ্যমে বাঙালির যৌথ পারিবারিক সম্পর্কের ঐতিহ্য কে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তাই এই সিরিয়ালের অন্যতম ইউএসপি হল পারিবারের সকল সদস্যদের মিলেমিশে একসাথে থাকার গল্প।
সদ্য সিরিয়ালের একঘেয়ে ট্রাকে এসেছে নতুন মোড়। যার জেরে ফের একবার জমে উঠেছে খড়কুটো।পটকার মেয়ে সাঁজির (Sanji) জীবনে এসেছে তার প্রেমিক স্রোত (Srot)। ইতিমধ্যেই সিরিয়ালে দেখা গেছে বাড়িতে সবাই সাঁজির বিয়ের নিয়ে স্রোতের বাড়ি লোকের সাথে কথা বলে এসেছেন। এরপর স্রোতের বাড়ি থেকেও সবাই এসেছেন সাঁজিকে দেখতে।স্রোতের মা খুব একটা সুবিধার না, একথা তার কথাবার্তা শুনেই বুঝেছে সঁজির বাড়ির লোকজন।
আর সদ্য স্রোত কে নিয়ে মুখার্জী বাড়িতে সাঁজিকে দেখতে এসেছিল স্রোতের মা বাবা। স্রোতের মাকে সারাক্ষণ টাকা পয়সা নিয়ে কথা বলতে দেখে বাড়ির বৌ গুনগুন তাকে সবার সামনে লোভী বলে দেয়। ড্যামেজ কন্ট্রোল করতে স্রোতের বাড়ির তরফে বলা হয় তার মা অসুস্থ। এই রোগে যখন তখন মুখ ফসকে অনেক কথাই বলে ফেলেন তিনি।
বোনের হবু শ্বাশুড়ির এমন অদ্ভুত রোগের কথা প্রথম শুনে ভীষণ অবাক যায় বৈজ্ঞানিক সৌজন্য। এতেই ভীষণ খটকা লাগে তার। তাই নিজের মতো করে খোঁজ খবর নিয়ে সে জানতে পারে আদতে এমন কোনো রোগ নেই। একথা বলেই যে গুনগুন কে বলতে শুরু করে স্রোতেরও নিশ্চই কোনো সমস্যা আছে। পুরো ব্যাপারটায় কোথাও কোনো গন্ডগোল নিশ্চয়ই আছে।
View this post on Instagram