• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ব্যাটিংয়ের সাথে গাড়ির মেকানিকের কাজও জানে উমা! রাস্তার মাঝে পাল্টে দিল গাড়ির চাকা

Updated on:

Uma changes car tyre video

বাংলা সিরিয়াল নিয়ে দর্শকদের মাঝে মাতামাতির শেষ নেই। কারোর এই সিরিয়াল পছন্দ তো কারোর ওই সিরিয়াল। আর জি বাংলার ‘উমা’ (Uma) সিরিয়েল ইতিমধ্যেই দর্শকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ক্রিকেট খেলা দিয়েই শুরু হয়েছিল উমা সিরিয়ালের কাহিনী। এরপর অভির সাথে বিয়েও হয়ে গিয়েছে। আর এবার নিজের স্বপ্নপূরণের পাশাপাশি বাড়ির বৌমা হয়ে উঠতে হবে তাকে।

মাঝে মধ্যেই সিরিয়ালের টুকরো মুহূর্তের কিছু ক্লিপিং শেয়ার করা হয়ে চ্যানেলের পক্ষ থেকে। ‘উমা’ সিরিয়ালের এমনই একটি টুকরো ভিডিও শেয়ার করা হয়েছে জি বাংলার অফিসিয়াল ফেসবুক পেজে। যেখানে উমার নতুন প্রতিভার খোঁজ মিলেছে। হ্যাঁ ঠিকই দেখছেন উমা যে গাড়ির চাকাও পাল্টাতে পারে সেটা দেখা গিয়েছে এই ভিডিওতেই।

Bengali Serial,Uma,উমা,বাংলা সিরিয়াল

আসলে অভির সাথে নিজের স্বপ্নের দিকে এগিয়ে চলেছে উমা। খেলার মাঠে প্র্যাকটিস শেষ করে ঠিক টাইমে বাড়ি ফিরতে হবে উমা ও অভিকে। এদিকে বাড়ি ফেরার সময়ে রাস্তায় হটাৎই গাড়ির টায়ার পামচার হয়ে গিয়েছে। কি করে সময়ের মধ্যে বাড়ি ফিরবে এই নিয়ে যখন সবাই চিন্তায় পড়েছে, সেই সময় উমা বলে সে গাড়ির টায়ার পাল্টে দিতে পারবে।

Bengali Serial,Uma,উমা,বাংলা সিরিয়াল

উমার মুখে এই কথা শুনে প্রথমে অভিও কিছুটা ঘাবড়ে গিয়েছিল। অভি বলে উঠেছিল আর কি কি জানেন আপনি? যার উত্তরে উমা জানায় যে সে গ্রামে থাকাকালীন গ্যারেজের থেকে গাড়ির কাজও শিখে নিয়েছিল সে। তাই গাড়ির টায়ার সে ঠিকই পাল্টে নিতে পারবে। এরপর আর কি যেমনি বলা তেমনি কাজ। নিজেই গাড়ির টায়ার খুলে অন্য টায়ার লাগিয়ে সময়ের মধ্যেই বাড়ি পৌঁছায় তাঁরা।

সিরিয়ালের এই দৃশ্য চ্যানেলের পক্ষ থেকে শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়াতে। যা বেশ ভাইরাল হয়ে পড়েছে। আর দর্শকেরা। তবে ভিডিও দেখে অনেকেই কটাক্ষ করেছেন উমাকে নিয়ে। এক নেটিজেন লিখেছনে এবার কোনদিন ডায়ানোসরের অপারেশন করে উমা ডিম পারবে। তো কেউ লিখেছেন, দুইজন পুরুষ মানুষের কেউ টায়ার পাল্টাতে পারে না? ফালতু।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥