সিরিয়াল মানেই দর্শকদের অত্যন্ত পছন্দের একটি বিষয়। তাই অবসর সময়ে সিরিয়াল দেখতে ভালোবাসেন কমবেশি সকলেই। ইদানীং দর্শকদের অত্যন্ত পছন্দের এমনই একটি তারকাখচিত ধারাবাহিক হল স্টার জলসার নতুন সিরিয়াল ‘গাঁটছড়া’(Gantchora)। এই সিরিয়ালের বয়স বেশীদিন না হলেও মাত্র অল্প কয়েকদিনের মধ্যেই এটি দর্শক মনে পাকাপাকি ভাবে জায়গা করে নিয়েছে।
উল্লেখ্য বেশ কিছুদিন ধরেই টিআরপি রেটিংয়ে একেবারে পিছিয়ে পড়েছিল স্টার জলসার চ্যানেল কর্তৃপক্ষ। তাই টিআরপি রেটিংয়ে বড়সড় রদবদল ঘটাতে একের পর এক নতুন সিরিয়াল আনছে এই চ্যানেল। যার ফলও মিলেছে হাতেনাতে। এরফলেই ধীরে ধীরে নিজেদের হৃত গৌরব ফিরে পাচ্ছে চ্যানেল। ভালো টিআরপি দিয়ে এগিয়ে থাকা স্টার জলসার এই সিরিয়াল গুলোর মধ্যে অন্যতম হল গাঁটছড়া।
এই সিরিয়ালে শহরের নামজাদা ব্যাবসায়ী পরিবার হল সিংহ রায় পরিবার। এই পরিবারের বড় ছেলে ঋদ্ধিমান সিংহ রায়ের চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেতা গৌরব। নিজের পছন্দ নিয়ে সারাক্ষণ গর্ব করা সেই ঋদ্ধি বাড়ির জগদ্ধাত্রী পুজোয় প্রথম দেখাতেই ভালোবেসে ফেলে সুন্দরী দ্যুতিকে। বড়লোক বাড়ির ঠাঁটবাট দেখে মাথা ঘুরে যায় লোভী দ্যুতির।
এরপর দুই বাড়ির সম্মতিতে বিয়ের ঠিক হয়ে যায় তাদের। কিন্তু ঋদ্ধির ভাই রাহুল সবসময় দাদার পছন্দের জিনিস ছিনিয়ে নিতে এক্সপার্ট। তার কথার জ্বালে ফেঁসে যায় দ্যুতি। তাই আপাতদৃষ্টিতে স্মার্ট,হ্যান্ডসাম রাহুলকে দেখে ঋদ্ধির সাথে বিয়ের সিদ্ধান্ত বদলে ফেলে সে। বিয়ের দিনেই মন্ডপ ছেড়ে রাহুলের সাথে পালিয়ে যায় সে। এরপর সিরিয়ালে দেখা যায় পরিস্থিতির চাপে পড়ে বড় দিদির ভুলের মাশুল দিতে ঋদ্ধির সাথে বিয়ের মন্ডপে বসে পড়ে দ্যুতির বোন খড়ি। কিন্তু আদতে তাদের সম্পর্ক একেবারে আদায় কাঁচকলায়।
এমনকি সেদিনই ঋদ্ধির বাড়ির সবাই জানতে পারেন খড়ি দ্যুতিরই নিজের বোন। এরপর জেদের বসে খড়িকে বিয়ে করে ঋদ্ধি। সেইসাথে জানিয়ে দেয়, বিয়ের পর থেকে তার জীবন টা নরক বানিয়ে দেবে ঋদ্ধি। এসবের মধ্যেই এসেছে খড়ি ঋদ্ধির ফুল শয্যার প্রোমো। দেখা যাচ্ছে খড়িকেই দ্যুতি ভেবে জড়িয়ে ধরে ঋদ্ধি। সে ভালোবাসার কথা জানাতে খড়ি বুঝতে পারে তার দিদিকে ঋদ্ধি সত্যিই ভালোবাসেন। এখন আগামী দিনে খড়ির জীবনে কি হতে চলেছে তা জানতে উৎসুক দর্শক।