ভক্তদের কাছে হিরো নয়, বরং বলিউডের অন্যতম বলিষ্ঠ অভিনেতা হিসাবেই অধিক পরিচিত নাওয়াজউদ্দিন সিদ্দিকী (Nawazuddin Siddiqui)। তাই প্রায় প্রত্যেক সিনেমাতেই নিত্যনতুন অবতারে ধরা দেন এই তিনি। বরাবরই সিনেমার চরিত্রদের নিয়ে খুঁটিনাটি পরীক্ষা নিরীক্ষা করতে ভালোবাসেন নাওয়াজ। তাই একটু নতুন ধরনের চরিত্র পেলেই একেবারে লুফে নেন তিনি।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অভিনেতার এক নতুন লুক। ছবিতে দেখা যাচ্ছে মেয়েদের মতো কাঁধ অবধি লম্বা চুল, মাথায় সোনালি মুকুট,আর ঝলমলে লেহেঙ্গা পরে হাঁটছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। আর ব্যাকগ্রাউন্ডে বাজছে শ্রীদেবী (Sridevi) অভিনীত ‘মিস্টার ইন্ডিয়া’ (Mister India) সিনেমার ‘হাওয়া হাওয়াই’ (Hawa Hawaii) গান।
অভিনেতার এমন নজরকাড়া লুক দেখে যে কেউ তাকে মহিলা ভেবে ভুল করে বসতে বাধ্য। আসলে এর নেপথ্যে রয়েছেন বলিউডের ক্যুইন কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut) । উল্লেখ্য গত বছরেই আসন্ন সিনেমা ‘টিকু ওয়েডস শেরু’ (Tiku Weds Sheru) ছবির কথা ঘোষণা করেছিলেন কঙ্গনা। বর্তমানে এই সিনেমার শুটিং চলছে।
উল্লেখ্য ছবিটি কঙ্গনার প্রোডাকশন হাউস মণিকর্ণিকা ফিল্মসের (Manikarnika) ব্যানারে নির্মিত হচ্ছে । জানা গেছে এই সিনেমাটি পরিচালনার দায়িত্বে রয়েছেন সাই কবির।এই ছবিতেই নতুন অবতারে দেখা যাবে নওয়াজউদ্দিন সিদ্দিকিকে। সম্প্রতি এই ছবিরই একটি কিডন্যাপের দৃশ্যের শুটিংয়ে মেয়ে সেজেছিলেন নওয়াজ।
এদিন এই শুটিং দৃশ্যের ছবিই নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে কঙ্গনা লিখেছিলেন, ”সো হট!”এখনও পর্যন্ত যা খবর তাতে জানা গেছে মূলত কমেডির ধাঁচেই প্রেমের গল্প বলবে এই ছবি। এই ছবিতে নওয়াজউদ্দিনের বিপরীতে দেখা যাবে অভিনেত্রী অভনীত কউরকে।