• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পর্দায় রানীমা হলেও মায়ের কাছে ঠান্ডা! দাদাগিরর মঞ্চে সৌরভের সাথে তুমুল নাচ দিতিপ্রিয়ার

Updated on:

দিতিপ্রিয়া রায়,সৌরভ গাঙ্গুলী,দাদাগিরি,Ditipriya Roy,Sourav Ganguly,Dadagri,Ditipriya Sourav Ganguly Dance

দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy) নামটা ‘করুণাময়ী রানী রাসমণি’ সিরিয়ালের দৌলতে প্রতিটা বাঙালির জানা। সিরিয়ালে রানীমার চরিত্রে অভিনয় করে ব্যাপক পেয়েছেন অভিনেত্রী। রানীমার ছোট্ট বেলা থেকে বৃদ্ধ বয়স সুন্দরভাবে ফুটিয়ে তুলেছিলেন রানীমার গোটা জীবন। তবে বর্তমানে সিরিয়ালে রানীমার পালা শেষ হয়েছে। এখন একেবারে অন্য লুকে দেখা যায় দিতিপ্রিয়াকে। সম্প্রতি দিতিপ্রিয়া নতুন লুকেই হাজির হয়েছিলেন দাদাগিরিতে (Dadagiri)।

দাদাগিরিতে বিশেষ পর্বে সৌরভ গাঙ্গুলীর (Sourav Ganguly) সাথে খেলতে হাজির হয়েছিল ‘মুক্তি (Mukti)’ ওয়েব সিরিজের গোটা টিম। সম্প্রতি Zee 5 এ রিলিজ হয়েছে এই ছবিটি। স্বাধীনতা আন্দোলনকারী বিপ্লবীদের কাহিনী তুলে ধরা হয়েছে এই ওয়েব সিরিজের মধ্যে দিয়ে। ছবিতে দিতিপ্রিয়া ছাড়াও ঋত্বিক চক্রবর্তী, অর্জুন চক্রবর্তীর মত একাধিন শিল্পীদের দেখা গিয়েছে। এদিন দাদাগিরির মঞ্চে ওয়েব সিরিজের প্রচারের উদ্দেশ্যেই হাজির হয়েছিল টিম ‘মুক্তি’।

দিতিপ্রিয়া রায়,সৌরভ গাঙ্গুলী,দাদাগিরি,Ditipriya Roy,Sourav Ganguly,Dadagri,Ditipriya Sourav Ganguly Dance

দাদাগিরিতে আসবে আর জমিয়ে আড্ডা হবে না তা কি কখনো হয়! এদিন দিতিপ্রিয়ার সাথে দারুন আড্ডা হয়েছে দাদাগিরি মঞ্চে। সৌরভ গাঙ্গুলি রানী রাসমণি চরিত্রে দিতিপ্রিয়ার অভিনয়ের প্রশংসার পর গোপন কথা জানিয়েছেন অভিনেত্রীকে নিয়ে। সৌরভ জানান, টেলিভিশন থেকে সিনেমা ওয়েব সিরিজে এতো সফল অভিনেত্রী হলেও দিতিপ্রিয়াকে মা কিন্তু বাড়িতে ঠান্ডা করে দেয়।

সৌরভের মুখে সিক্রেট ফাঁস হতেই হেসে ফেলেন দিতিপ্রিয়া। তিনি জানান, খুব বেশি দিন যায় না দুমাসের গ্যাপে গ্যাপে মায়ের সাথে ক্লাস হয়। এই শুনে উপস্থিত সকলেই হেসে গড়াগড়ি দিয়েছেন। আর দর্শকেরাও হেসে ফেলেছে হয়তো। অবশ্য এখানেই শেষ নয়! মজা এখনো বাকি রয়েছে। দাদাগিরি মঞ্চে সৌরভকে নিয়ে বিশেষ পারফর্মেন্স করেছেন দিতিপ্রিয়া।

সৌরভ গাঙ্গুলিকে নিয়ে ‘সোয়াগ সে করেঙ্গে সাবকা স্বাগত’ গানে নেচেছেন দিতিপ্রিয়া। বিশেষ পর্বের এই টুকরো মুহূর্তের ভিডিও শেয়ার করা হয়েছে চ্যানেলের পক্ষ থেকে। যা ইতিমধ্যেই বেশ ভাইরাল হয়ে।  ভিডিও দেখে লাইকে ভড়িয়েছেন সাথে নাচের প্রশংসাও করেছেন অনেকেই।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥