টলিউডের (Tollywood) সুপারস্টার অভিনেতা জিৎ (Jeet)। ‘সাথী’ ছবি দিয়ে টলিউডের যাত্রা শুরু করে একাধিক সুপারহিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের। দুর্দান্ত অভিনয়ের জেরে আজ ব্যাপক জনপ্রিয়তা থেকেই লক্ষ লক্ষ ভক্ত রয়েছে অভিনেতার। তবে বিগত দুবছর যাবৎ করোনার জেরে ব্যাপক ক্ষতি হয়েছে টলিউড ইন্ডাস্ট্রিতে। তাই সিনেমার পাশাপাশি ছোট পর্দাতেও আবির্ভাব হয়েছেন অভিনেতা।
গতবছর দীর্ঘ প্রতীক্ষার পর মুক্তি পেয়েছেন ‘বাজি (Baazi)’ ছবিটি। তবে করোনার প্রভাবের কারণে সেভাবে ব্যাপক ব্যবসা হয়নি। নিজের প্রযোজনায় ‘আয় খুকু আয়’ নামের একটি ছবি করেছেন জিৎ। এছাড়াও এবছর ঈদে জিৎ অভিনীত ‘রাবণ’ ছবিটি মুক্তি পেতে চলেছে। হাতে রয়েছে আরও একটি ছবি। তবে শুধু সিনেমাতে থেমে না থেকে এবার ছোটপর্দাতেও জনপ্রিয় হতে সামিল হয়েছেন জিৎ।
কিছুদিন আগেই জি বাঙালির ‘ডান্স বাংলা ডান্স (Dance Bangla Dance)’ নাচের রিয়্যালিটি শোয়ের মঞ্চে বিচারকের আসনে থাকতে দেখা গিয়েছিল জিৎকে। তবে ডান্স বাংলা ডান্স ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। আর এবার জানা যাচ্ছে আবারও ছোটপর্দায় কামব্যাক করতে চলেছেন জিৎ। এবারে কোনো নন ফিকশন রিয়্যালিটি শো নিয়ে ফিরবেন অভিনেতা। তবে নতুন এই শো জি বাংলা নয় বরং দেখা যাবে ষ্টার জলসার পর্দায়।
যেমনটা জানা যাচ্ছে গতকাল থেকেই নতুন এই শোয়ের জন্য প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এমনকি প্রোমো ভিডিওর শুটিং পর্বও শেষ হয়ে গিয়েছে। তবে নতুন শোয়ের নাম কি? বা কি নিয়ে হবে এই শো সেটা এখনো পর্যন্ত জানা যায়নি। আগামীদিনে প্রোমো ভিডিও শেয়ার হলে তবেই জানা যাবে নতুন এই শোয়ের ব্যাপারে।
তবে সূত্রমতে জিৎ যে নন ফিকশন শোটি করতে চলেছেন সেটি একটু রোম্যান্টিক ধরণের হতে পারে। যেটা বাকিদের থেকে একেবারে আলাদা করার চেষ্টা করা হচ্ছে। প্রসঙ্গত, দর্শকদের জনপ্রিয়তা আদায় করতে এক গুচ্ছ সিরিয়াল নিয়ে হাজির হয়েছে ষ্টার জলসা।