বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। গোটা ইন্ডাস্ট্রি তাকে ভালোবেসে বিগবি বলে সম্বোধন করে। যুগ যুগ ধরে একের গোটা ইন্ডাস্ট্রিতে রাজ করে আসছেন তিনি। তাই বচ্চন এবং বচ্চন পরিবারের সকল সদস্যদের নিয়ে বরাবরই ব্যাপক কৌতূহল থাকে অনুরাগীদের মধ্যে। তাই বচ্চন পরিবারের যে কোনো খবরই মুহুর্তের মধ্যে জায়গা করে নেয় শিরোনামে।
গত বছর থেকেই একের পর এক সুখবর শোনাচ্ছেন বিটাউনের একাধিক তারকা। এবার বছরের শুরুতেই সুখবর এল বচ্চন পরিবারে। ফের একবার দাদু হওয়ার আনন্দ উপভোগ করছেন বলিউড শহেনশা অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। উল্লেখ্য একথা এতদিনে সকলেই জানেন বিগবির ছোটভাই অজিতাভের বড় মেয়ে হলেন নয়না।
তার সাথে বিয়ে হয়েছে বলিউড অভিনেতা কুণাল কাপুরের (Kunal Kapoor)। এবার নয়না আর কুণালের কোল আলো করে এসেছে একরত্তি পুত্র সন্তান। এতেই বচ্চন পরিবারে বইছে খুশির হাওয়া। কারণ ভাইঝির সন্তানও তো তার নাতি। আজ অর্থাৎ সোমবার, ৩১ জানুয়ারি এই সুখবর জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন অভিনেতা কুণাল কাপুর।
ইনস্টাগ্রাম পোস্টে একটি ছোট্ট বিবৃতি দিয়ে সকলের সাথে এই খুশির খবর ভাগ করে নিয়েছেন কুনাল। তিনি লিখেছেন, ‘’ আমাদের প্রত্যেক শুভাকাঙ্খীদের নয়না আর আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের ফুটফুটে এক পুত্র সন্তান হয়েছে। ঈশ্বরকে অশেষ ধন্যবাদ আমাদের এইভাবে আশীর্বাদ করার জন্য।’’
উল্লেখ্য নয়নার এই প্রেগন্যান্সির খবর শুরু থেকেই অত্যন্ত গোপন রাখা হয়েছিল। এদিন সোশ্যাল মিডিয়ায় কুণাল এই সুখবর জানানো মাত্রই একে শুভেচ্ছা আর ভালোবাসার বার্তায় ভরিয়ে দিয়েছেন অভিনেতার ইন্ডাস্ট্রির বন্ধুরা। সেই তালিকায় প্রথমেই যিনি রয়েছেন তিনি হলেন বলিউডের গ্রীক গড হৃত্বিক রোশন। এছাড়াও এদিন শুভেচ্ছা জানিয়েছেন অঙ্গদ বেদী, সুজান খান। বচ্চন পরিবারের তরফে শুভেচ্ছা জানিয়েছেন অভিষেক এবং শ্বেতাও।