• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিগবস ১৫ বিজয়ী হলেন তেজস্বী প্রকাশ, ট্রফির সাথে পেলেন ৪০ লক্ষ, রানার আপ প্রতীক করণ

Published on:

Tejasswi Prakash Bigboss 15 Winner

শনিবার ও রবিবার মিলিয়ে হয়ে গেল বিগ বস সিজন ১৫ (Bigboss 15) এর গ্র্যান্ড ফিনালে। দীর্ঘ চার মাসের যাত্রা শেষে, বিজয়ী হলেন তেজস্বী প্রকাশ (Tejaswi Prakash)। এদিন বিজয়ীদের হাতে ট্রফি তুলে দিলেন বলিউডের ভাইজান তথা বিগবসের সঞ্চালক সালমান খান। অবশ্য শুধু ট্রফি নয় সাথে ৪০ লক্ষ টাকার নগদ পুরস্কার পেয়েছেন তেজস্বী।

বিগব্যাশে চ্যাম্পিয়ন হয়ে ট্রফি ও 40 লক্ষ টাকা নগদ পুরস্কার ছাড়াও আরো অনেক কিছুই পেয়েছেন তেজস্বী প্রকাশ। বিগ বস’-এর ঘরে জীবনসঙ্গী খুঁজে পেয়েছেন তেজস্বী। এছাড়াও শীঘ্রই শুরু হতে চলে নাগিন ৬ এ মূল চরিত্র অর্থাৎ নাগিনের চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। সুতরাং বলা যেতেই পারে বিগবস একপ্রকার জীবন বদলে দিল তেজস্বী প্রকাশের।

Bigboss 15,Big Boss Season 15,Tejasswi Prakash,Shamita Shetty,Karan Kundra,Nishant Bhatt,বিগ বস,বিগবস ১৫,বিগবস বিজয়ী,তেজস্বী প্রকাশ

বিগবস ১৫ এর ফাইনালে মোট পাঁচ জন প্রতিযোগী ছিলেন। প্রতীক সেহজপাল, নিশান্ত ভাট, শামিতা শেট্টি, করণ কুন্দ্রা ও তেজস্বী প্রকাশ। তবে প্রতিবারের মত এবারেও ফাইনালের আগেই ১০ লক্ষ টাকা নিয়ে মঞ্চ ছাড়ার অফার ছিল। সেই অফার গ্রহণ করে টপ পাঁচ থেকে বিদায় নেন নিশান্ত ভাট।

এরপর বাকি চার জনের মধ্যে শামিতা শেট্টি বাদ পরে যান। দীপিকা পাডুকোন শামিতাকে এলিমিনেশনের খবর দেন। বাকি থাকেন তেজস্বী, প্রতীক ও করণ। এরপর ‘গেহরাইয়া’ ছবির তারকারা মিলে টপ চার প্রতিযোগীদের সাথে কথোপকথনের পর একে একে তৃতীয় দ্বিতীয় ও বিজেতার নাম ঘোষণা করেন। করণ কুন্দ্রা তৃতীয়, প্রতীক সেহজপাল দ্বিতীয় স্থান পেলেন। আর বিজয়ী হলেন তেজস্বী প্রকাশ।

Bigboss 15,Big Boss Season 15,Tejasswi Prakash,Shamita Shetty,Karan Kundra,Nishant Bhatt,বিগ বস,বিগবস ১৫,বিগবস বিজয়ী,তেজস্বী প্রকাশ

বিগবস এর বিজেতা হয়ে অভিনেত্রী নিজের মা বাবার সাথে একটি ছবি শেয়ার করেছেন। ছবিতে মা বাবার মাঝে বিজয়ী ট্রফি হাতে দেখা যাচ্ছে তেজস্বী প্রকাশকে। ছবিটি মূহৃতের মধ্যেই ব্যাপক ভাইরাল হয়ে পড়েছে। সাড়ে ৮ লক্ষেরও বেশি নেটিজেনরা ছবিতে লাইক করেছেন। সাথে বিজয়ী হওয়ার জন্য শুভেচ্ছায় ভড়িয়েছেন অভিনেত্রীকে।

প্রসঙ্গত, এদিন বিগবসের মঞ্চে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শেহনাজ গিল। বিগবস ১৩ এর বিজেতা ছিলেন সিদ্ধার্থ শুক্লা। আর সেই সিজেনের সেরা জুটি ছিল সিদ্ধার্থ-শেহনাজ, দুজনের বিয়ে করার কথাও ছিল। কিন্তু গতবছর প্রয়াত হয়েছেন অভিনেতা। এদিন সালমান খানকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েছিলেন শেহনাজ

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥