• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দাদাগিরির মঞ্চে ‘কাঁচা বাদাম’ গায়ক ভুবন বাদ্যকর, খালি হাতে নয়! সৌরভের জন্য আনবেন বিশেষ উপহার

Published on:

Kacha Badam singer Bhuban Badyakar coming on Dadagiri to meet Sourav Ganguly

বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার দৌলতে যে কেউ রাতারাতি সেলিব্রিটি যে যেতে পারে। এর জলজ্যান্ত উদাহরণ বীরভূমের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকার। কয়েকমাস আগে তাঁর বাদাম বিক্রির জন্য তৈরী করা ‘কাঁচা বাদাম (kacha badam)’ গান সোশ্যাল মিডিয়াতে মারাত্মক ভাইরাল (viral) হয়ে পড়েছিল। সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটিরা পর্যন্ত এই গানে রিল ভিডিও বানিয়ে  শেয়ার করেছেন। এবার সেই কাঁচা বাদাম গায়ক হাজির হলেন দাদাগিরি (Dadagiri)মঞ্চে।

বাংলা টেলিভিশনের জনপ্রিয়তম রিয়্যালিটি শোয়ের মধ্যে অন্যতম দাদাগিরি। যার সঞ্চালনার দায়িত্বে রয়েছেন সৌরভ গাঙ্গুলী। এবার তার সাথেই দাদাগিরি খেলায় মেতে উঠলেন লক্ষীনারায়নপুর গ্রাম পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের বাসিন্দা তথা ভাইরাল কাঁচা বাদাম গায়ক ভুবনবাবু। বিগত রবিবার বীরভূমের দুবরাজপুরে হাজির হয়েছিল দাদাগিরির টিম।

Dadagiri,Kacha Badam Song,Bhuban Badyakar,Sourav Ganguly,দাদাগিরি,সৌরভ গাঙ্গুলী,ভুবন বাদ্যকর,কাঁচা বাদাম গান

যেমনটা জানা যাচ্ছে প্রথমে দুবরাজপুর থানায় গিয়েছিল টিম। সেখানে ভুবন বাদ্যকরের সাথে দেখা করেন তারপর ভুবনবাবুর গ্রাম কুড়ালজুড়িতেওঁ যান। সেখান থেকে রবিবারেই কলকাতা ফিরেছেন তাঁরা। আজ অর্থাৎ ৩১শে জানুয়ারী ভুবনবাবুকে নিয়ে হবে দাদাগিরি স্পেশাল পর্বে শুটিং। তবে আজই এই পর্ব টিভির পর্দায় দেখতে পাবেন না দর্শকেরা। তাঁর জন্য কিছুটা অপেক্ষা করতে হবে।

Dadagiri,Kacha Badam Song,Bhuban Badyakar,Sourav Ganguly,দাদাগিরি,সৌরভ গাঙ্গুলী,ভুবন বাদ্যকর,কাঁচা বাদাম গান

খুব সম্ভবত ১৯ বা ২০ ফেব্রুয়ারি সম্প্রচারিত হবে কাঁচা বাদাম গায়কের ভুবন বাদ্যকরের সাথে সৌরভ গাঙ্গুলীর দাদাগিরি স্পেশাল পর্ব। ভাইরাল হয়ে রাতারাতি জনপ্রিয়তা মিলেছে ব্যাপক, এবার দাদাগিরির মঞ্চে সৌরভ গাঙ্গুলীর সামনে গান গাইতে পেরে দারুন খুশি তিনি। অবশ্য খালি হাতে নয় সাথে করে দাদার জন্য উপহার নিয়ে গিয়েছেন ভুবনবাবু। নিজের গ্রাম থেকে মিষ্টি ও বাদাম নিয়ে যাচ্ছেন সৌরভের জন্য।

https://youtu.be/58CNG2IBnvw

প্রসঙ্গত, প্রথমে তাঁর গানে রিমেক করে ও ব্যবহার করে অনেকেই উপার্জন করেছিলেন কিন্তু তিনি কিছুই পাচ্ছিলেন না। তবে নিজের কথা জানানোর পর তাকে নিয়েই তৈরী হয়েছে গানের অ্যালবাম। সেই অ্যালবামে বাকিদের সাথে নাচে গানে মেতে উঠতে দেখা গিয়েছে বাদাম কাকুকেও

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥