• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এয়ারপোর্টে এসেও কমছে না প্রেম! মৌনির গালে চুমু খাচ্ছেন বাংলার নতুন জামাই, দেখুন ভিডিও

Published on:

Mouni Roy,মৌনি রায়,Suraj Nambiar,সুরজ নাম্বিয়ার,Social Media,সোশ্যাল মিডিয়া,Mumbai Airport,মুম্বাই বিমানবন্দর

সদ্য গোয়ার সমুদ্রতটে জমকালো বিয়ে সেরেছেন বলিউড অভিনেত্রী মৌনি রায় (Mouni Roy) এবং সুরজ নাম্বিয়ার (Suraj Nambiar)। বিগত কয়েক দিন ধরেই সোশ্যাল মিডিয়া জুড়ে ব্যাপক ভাইরাল হয়েছে এই নবদম্পতির গায়ে হলুদ থেকে শুরু বিয়ে এবং বিয়ে পরবর্তী ভিডিও এবং ছবি। করোনা আবহের মধ্যে সমস্ত প্রোটোকল মেনেই বিয়ের আয়োজন করেছিলেন মৌনি-সুরজ।

উল্লেখ্য এখনও পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবিতে দেখা গিয়েছে, দু’রকম পদ্ধতিতে বিয়ে সেরেছেন মৌনি এবং সুরজ। প্রথমে সুরজের পরিবারের রীতি মেনে দক্ষিণ ভারতীয় স্টাইলে বিয়ে সারেন সুরজ মৌনি। এরপরেই বাঙালি রীতি মেনে হাতে শাঁখা পলা পরে নজরকাড়া লাল রঙের লেহেঙ্গায় সেজে সাতপাকে বাঁধা পড়েন সুরজ মৌনি।

Mouni Roy,মৌনি রায়,Suraj Nambiar,সুরজ নাম্বিয়ার,Social Media,সোশ্যাল মিডিয়া,Mumbai Airport,মুম্বাই বিমানবন্দর

বিয়ের পর আজই গোয়া বিমানবন্দর থেকে মুম্বাই বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন মৌনি আর সুরজ। আর বিমানবন্দরে নবদম্পতিকে দেখা মাত্রই ছেঁকে ধরে পাপারাৎজির ফটোশিকারিরা। বিয়ের পর বাঙালি রীতি মেনে এদিনও হাতে শাঁখা পলা পরে থাকতে দেখা যায় বঙ্গ তনয়া মৌনি রায়কে।

Mouni Roy,মৌনি রায়,Suraj Nambiar,সুরজ নাম্বিয়ার,Social Media,সোশ্যাল মিডিয়া,Mumbai Airport,মুম্বাই বিমানবন্দর
বিয়ের পর এদিন মৌনির চোখে মুখে ঝরে পড়েছিল দারুন জেল্লা। দীর্ঘদিনের প্রেমিককে জীবনসঙ্গী হিসাবে পেয়ে যে তিনি কতটা খুশি,এদিন তার স্পষ্ট ছাপ ছিল অভিনেত্রীর চোখেমুখে। বিয়ের পোশাকের মতোই এদিন মৌনিকে দেখা গেল লাল রঙের জমকালো বেনারসি তে।


এদিনের ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে,মৌনির মুখে নামমাত্র মেকাপ,সিঁথিতে চওড়া সিঁদুর,হাতে শাঁখা পলা, আর সেইসাথে কানে পড়েছিলেন একটি বড়ো ঝুমকো। করোনা প্রটোকল মেনে মুখে কালো মাস্ক পরে থাকতেও দেখা যায় এই নবদম্পতিকে। এদিন বাংলার নতুন জামাই অর্থাৎ মৌনির বরের পরনে ছিল সাদা পাঞ্জাবি। বিয়ের পর বৌকে চোখে হারাচ্ছে সুরজ। এদিন বিমানবন্দরে দাঁড়িয়েই চুমু খেলেন বৌয়ের গালে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥