সংসারের কূটকচালি থেকে বেরিয়ে একেবারে ভিন্ন স্বাদের গল্প নিয়ে হাজির হয়েছে জি বাংলার নতুন সিরিয়াল পিলু। শুরু থেকেই ৎআহির আর পিলুর এই মিষ্টি প্রেমের গল্পে বিশেষ প্রাধান্য পেয়েছে গান। ধারাবাহিকে নায়িকা পিলুর চরিত্রে অভিনয় করছেন ‘ডান্স বাংলা ডান্স’ খ্যাত প্রতিযোগি তথা নবাগতা অভিনেত্রী মেঘা দাঁ (Megha Dawn)। তার সাথেই জুটি বেঁধে আহির চরিত্রে অভিনয় করছেন অভিনেতা গৌরব রায় চৌধুরী (Gourab Roy Chowdhury)।
ইতিমধ্যেই সিরিয়ালে দেখা গিয়েছে শহরের খ্যাতনামা সঙ্গীত শিল্পী আদিত্য নারায়ণ। তারই প্রিয় ছাত্র আহিরের হাত ধরে কলকাতায় গুরুজির গুরুকুলে গান শিখতে গিয়েছিল পিলু। আর ঘটনাচক্রে পিলুই হল জনপ্রিয় আদিত্য নারায়ণের মেয়ে। কিন্তু এখনও পর্যন্ত তারা কেউই একে অপরের আসল পরিচয় জানে না তারা।
সম্পর্কের নানা জটিলতার কারণে পিলুর মা কল্যাণী বরাবরের জন্য নিজেকে দূরে রেখেছে পিলুর বাবার থেকে। তাই ছোটো থেকেই পিলুর জানে না তার বাবার নাম পরিচয়। অন্যদিকে শুরু থেকেই পিলুকে একেবারেই সহ্য করতে পারে না গুরুজির মেয়ে রঞ্জা।
তাই সে নিজের জন্মদিনে পিলুর নামে হার চুরির মিথ্যা অপবাদ দেয়। এরপরেই ঘর ভর্তি লোকের সামনে রঞ্জার মা ঋজুলা পিলুকে যা নয় তাই বলে অপমান করে, এমনকি পিলুর বাবার পরিচয় না জানার প্রসঙ্গটিও তোলেন তিনি। গান শিখতে এসে বিনা দোষে এতবড় মিথ্যা অপবাদ পাওয়ার পর আর একমুহূর্তও দেরি করেনি পিলু।
সঙ্গে সঙ্গে নিজের জিনিসপত্র নিয়ে ওস্তাদজিকে প্রণাম করে, সেই রাতেই বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় সে। এরপরেই দেখা যায় বাড়ি ফিরে এসে একেবারে চুপ হয়ে গিয়েছে পিলু। ছটফটে, প্রাণ খোলা পিলুর মধ্যে হঠাৎ এমন পরিবর্তন দেখে একেবারে অবাক হয়ে গিয়েছেন পিলুর দাদু এবং মা। এই নিয়ে যথেষ্ট চিন্তায় রয়েছেন তারা।