একসময়ের জনপ্রিয় সিরিয়াল ‘খড়কুটো (Khorkuto)’ আজ জনপ্রিয়তা হারিয়ে স্লট বদলে ফেলেছে। তবে স্লট বদল করার পরেও জনপ্রিয়তা আদায়ের জন্য মরিয়া সিরিয়াল। সিরিয়ালে সৌজন্য-গুনগুনের পাশাপাশি আরো এক নতুন জুটিকে দেখানো হচ্ছে। একদিকে যেমন গুনগুনের মা হবার খবর রয়েছে, তেমনি বাড়িতে আবারও বিয়ে লাগতে চলেছে। পটার মেয়ে সাঁজির প্রেম কাহিনী নিয়েই চলছে সিরিয়ালের নতুন টুইস্ট।
গুনগুনের মা হবার খবর আসার পরেই জানা যায় সাঁঝির প্রেমের কথা। তাঁর প্রেমিক স্রোত চায় বাড়িতে জানিয়ে বিয়েটা ফাইনাল হোক। এরপর স্রোতকে হোটেলে ডেকে একপ্রস্ত ইন্টারভিউ পর্ব হয়ে গিয়েছে। এমনকি মেয়ের বাড়ি ও ছেলের বাড়ির মধ্যে কথাবার্তাও হয়েছে। গুনগুনের পরিবার ঘুরে এসেছে স্রোতের বাড়িতে থেকে। সেখানে গোটা পরিবার হাজির হতে একপ্রকার খেপে গিয়েছিলেন সাঁঝির হবু শাশুড়ি মা।
তবে এবার মেয়ের বাড়ি হাজির হয়েছে ছেলে পক্ষ মানে স্রোতের বাবা মা। মেয়ের বাড়িতে এসে বোঝাই যাচ্ছে স্রোতের মা খুব একটা সুবিধের নয়। মুখার্জী বাড়িতে সাঁজিকে দেখতে এসে তিনি দিয়েছেন, বিয়ের পর সালোয়ার নয় শাড়ি পরেই থাকতে হবে সবসময়। এই শুনেই গুনগুন একপ্রকার প্রতিবাদে কথা শুনিয়ে দিয়েছে তাকে।
এসব মিটলে ছেলের মা বাবার জন্য মিষ্টির ব্যবস্থা করা হয়। তারপর যা হল তা দেখে গুনগুন সৌজন্য থেকে গোটা মুখার্জী পরিবার তো বটেই দর্শকেরাও হাঁ হয়ে গিয়েছেন। মিষ্টির প্লেট হাতে তুলেই গপাগপ মিষ্টি খেতে শুরু করেছেন স্রোতের মা। সাঁঝির হবু শাশুড়ির এমন খাওয়া দেখে যখন সবার মুখ বাঁকছে তখ রূপাঞ্জন বলে উঠেছে, ‘খেতে বড্ড ভালোবাসে’।
View this post on Instagram
সিরিয়ালের এই টুকরো মুহূর্তের দৃশ্য খড়কুটো ফ্যানপেজ থেকে শেয়ার করা হয়েছে। যা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। ভিডিও দেখে নেটিজেনরা না হেসে থাকতে পারেনি। প্রসঙ্গত, সাঁঝির বিয়ের পর্বের পাশাপাশি গুনগুন-সৌজন্যের ভালোবাসাও আরও গাঢ় হচ্ছে। গুনগুনকে বাপের বাড়ি নিয়ে যেতে চাইলেও সৌজন্য কিছুতেই কাছ ছাড়া করতে রাজি নয়।