• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আহিরের ছোঁড়া উড়ন্ত ফুলের মালা আর সিঁদুরে বিয়ে হয়ে গেল পিলুর! প্রোমো দেখে হাসছে নেটপাড়া

Published on:

পিলু,Pilu,আহির,Ahir,উড়ন্ত বিয়ে,Flying Marriage,সোশ্যাল মিডিয়া,Social Media,ট্রোলিং Trolling

অতি সম্প্রতি জি বাংলার পর্দায় শুরু হয়েছে নতুন সিরিয়াল পিলু (Pilu)। শুরু থেকেই মিষ্টি এই প্রেমের গল্পে বিশেষ গুরুত্ব পেয়ে আসছে সঙ্গীতচর্চার বিষয়টি। এই ধারাবাহিকে নায়িকা পিলুর চরিত্রে অভিনয় করছেন ‘ডান্স বাংলা ডান্স’ খ্যাত প্রতিযোগি তথা নবাগতা অভিনেত্রী মেঘা দাঁ (Megha Dawn)। তার সাথেই জুটি বেঁধে আহির চরিত্রে অভিনয় করছেন অভিনেতা গৌরব রায় চৌধুরী (Gourab Roy Chowdhury)।

ইতিমধ্যেই সিরিয়ালে দেখা গিয়েছে শহরের খ্যাতনামা সঙ্গীত শিল্পী আদিত্য নারায়ণের প্রিয় ছাত্র আহির।আর ঘটনাচক্রে পিলুই হল এই সঙ্গীত শ্রষ্ঠার মেয়ে। কিন্তু এখনও পর্যন্ত তারা কেউই একে অপরের আসল পরিচয় জানে না। পিলুর মা কল্যাণী বরাবরের জন্য নিজেকে দূরে রেখেছে পিলুর বাবার থেকে। তাই ছোটো থেকেই পিলুর জানে না তার বাবার নাম পরিচয়।

পিলু,Pilu,আহির,Ahir,উড়ন্ত বিয়ে,Flying Marriage,সোশ্যাল মিডিয়া,Social Media,ট্রোলিং Trolling

এসবের মধ্যেই সিরিয়ালে এসেছে নতুন টুইস্ট। আদিত্য নারায়ণের গুরুকূলে গান শিখতে হার চুরির মিথ্যে অপবাদ জুটেছে পিলুর কপালে। আসলে পিলুকে একেবারেই সহ্য করতে পারে না গুরুজির মেয়ে রঞ্জা। সে মনে মনে আহির কে ভালোবাসে। তাই ষড়যন্ত্র করে সেই ফাঁসিয়েছে পিলুকে। আর আত্মসম্মানে আঘাত পেয়ে এক মুহুর্তও দেরি না করে গুরুকুল ছেড়ে বেরিয়ে পড়ে পিলু।

পিলু,Pilu,আহির,Ahir,উড়ন্ত বিয়ে,Flying Marriage,সোশ্যাল মিডিয়া,Social Media,ট্রোলিং Trolling

অন্যদিকে পিলু বাড়ি ছেড়ে যাওয়ায় গুরুজি পিলুকে ফিরিয়ে আনার দায়িত্ব দেয় আহিরের ওপর। ইতিমধ্যেই চ্যানেল কর্তৃপক্ষের তরফে শেয়ার করা হয়েছে একটি নতুন ভিডিও । সেখানে দেখা যাচ্ছে পিলুর গ্রামে চলছে বাংলার এক প্রাচীন উৎসব টুসু পরব। সেখানেই দেখা যায় একে একে সবার গলায় মালা পরাচ্ছে পিলু। মনের ভুলে একসময় ওস্তাদজী অর্থাৎ আহিরের গলায়ও মালা পরিয়ে দেয় সে। এরপর আহির সেই মালা খুলে ছুঁড়ে দিলে তা মাটিতে না পড়ে এসে পড়ে পিলুর গলায়।

পিলু,Pilu,আহির,Ahir,উড়ন্ত বিয়ে,Flying Marriage,সোশ্যাল মিডিয়া,Social Media,ট্রোলিং Trolling
এই ঘটনা দেখে গ্রামের লোকজন বলতে শুরু করেন বিয়ে হয়ে গিয়েছে পিলুর। এরপরই ছুটতে ছুটতে বজরঙ্গবলির কাছে গিয়ে পিলু বলে সত্যিই তার বিয়ে হয়েছে কিনা এবিষয়ে সংকেত দিতে। তারপর সে মাথা ঠুকে প্রণাম করে উঠতেই দেখা যায় যে সিঁথিতে লেগে গিয়েছে এক খাবলা সিঁদুর। এই ভিডিও দেখে হাসির রোল উঠেছে নেটপাড়ায়। কেউ লিখেছেন’একটা সিরিয়ালে কি সুস্থ বিয়ে হতে পারেনা?’ আবার কেউ লিখেছেন গাঁজাখুরি সিরিয়াল।

পিলু,Pilu,আহির,Ahir,উড়ন্ত বিয়ে,Flying Marriage,সোশ্যাল মিডিয়া,Social Media,ট্রোলিং Trolling

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥