• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

হতদরিদ্র মেয়ের হাতে নেলপালিশ! মহাপীঠ তারাপীঠ সিরিয়ালে এসেই ট্রোলড ‘তিতলি’ অভিনেত্রী

Published on:

মহাপীঠ তারাপীঠ,Mahapith Tarapith,তিতলি,Titli,মধুপ্রিয়া চৌধুরী,Madhupriya Chowdhury,নেলপালিশ,Nail Polish

দর্শকদের বিনোদনের অন্যতম অঙ্গ হল সিরিয়াল। তাই সারাদিনের ব্যস্ততা শেষে সামান্য অবসর মিলতেই সমস্ত কাজ সেরে টিভির রিমোর্ট নিয়ে সবাই বসে পড়েন টিভির সামনে। পছন্দের তারকাদের টিভির পর্দায় দেখলে নিমেষে মন ভালো হয়ে যায় দর্শকদের। তাই বিকেল গড়িয়ে সন্ধ্যা হতেই চ্যানেলে চ্যানেলে শুরু হয় টিআরপির লড়াই।

উল্লেখ্য বিগত বেশ কিছুদিন ধরেই টিআরপি তালিকায় ধাক্কা খেয়ে ছিটকে পড়েছে স্টার জলসার একাধিক সিরিয়াল। তাই ভালো টিআরপি পাওয়ার আশায় একের পর এক নতুন সিরিয়াল আনছে চ্যানেল কর্তৃপক্ষ। যার ফল মিলেছে হাতেনাতে। নতুন সিরিয়ালের হাত ধরে টিআরপি তালিকায় বেশ ভালোই ফল পাচ্ছে স্টার জলসার চ্যানেল কর্তৃপক্ষ।

মহাপীঠ তারাপীঠ,Mahapith Tarapith,তিতলি,Titli,মধুপ্রিয়া চৌধুরী,Madhupriya Chowdhury,নেলপালিশ,Nail Polish
টিআরপি তালিকায় এগিয়ে থাকা এই সিরিয়াল গুলির মধ্যে অন্যতম হল ‘খুকুমণি হোম ডেলিভারি’ এবং ‘গাঁটছড়া’। এরই মধ্যে সামনে এসেছে স্টার জলসার দুই নতুন সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’ এবং ‘গুড্ডি’-র প্রোমো। যার ফলে ফের একবার বড়সড় বদল এসেছে স্টার জলসার টাইম স্লটে। এরইমধ্যে শোনা যাচ্ছে খুব শিগগিরই শেষ হতে চলেছে বাংলার অন্যতম ভক্তিমূলক সিরিয়াল ‘মহাপীঠ তারাপীঠ’।

মহাপীঠ তারাপীঠ,Mahapith Tarapith,তিতলি,Titli,মধুপ্রিয়া চৌধুরী,Madhupriya Chowdhury,নেলপালিশ,Nail Polish
তবে এখনই এই ভক্তিমূলক সিরিয়াল শেষ হবে কিনা তা এখনও নিশ্চিত নয়। শোনা যাচ্ছে হয় দুপুরে নয়তো গভীর রাতেও সম্প্রচারিত হতে পারে এই সিরিয়াল।সব মিলিয়ে মহাপীঠ তারাপীঠ এখন প্রশ্নের মুখে। এরইমধ্যে সিরিয়ালে সত্যময়ী রূপে এন্ট্রি নিয়েছেন ‘তিতলি’ অভিনেত্রী মধুপ্রিয়া চৌধুরী।

মহাপীঠ তারাপীঠ,Mahapith Tarapith,তিতলি,Titli,মধুপ্রিয়া চৌধুরী,Madhupriya Chowdhury,নেলপালিশ,Nail Polish

আর সত্যময়ী রূপে সিরিয়ালে এন্ট্রি নিতে না নিতেই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের হাসির খোরাকে পরিণত হয়েছেন অভিনেত্রী। আসলে এই সিরিয়ালে দেখা যাচ্ছে এক হতদরিদ্র গ্রামের মহিলার চরিত্রে। তাই তার হাতের বড় বড় নখে নেল আর্ট দেখে কেউ লিখেছেন ‘হতদরিদ্র এই মেয়ের হাতের নখ গুলো দেখার মত।’ তো কেউ লিখেছেন ‘তখনকার যুগেও নেলপালিশ আর নেল আর্ট ছিল জানতুম না! হতিই পারে! বাংলা সিরিয়াল বলে কতা!’

মহাপীঠ তারাপীঠ,Mahapith Tarapith,তিতলি,Titli,মধুপ্রিয়া চৌধুরী,Madhupriya Chowdhury,নেলপালিশ,Nail Polish

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥