দর্শকদের বিনোদনের অন্যতম অঙ্গ হল সিরিয়াল। তাই সারাদিনের ব্যস্ততা শেষে সামান্য অবসর মিলতেই সমস্ত কাজ সেরে টিভির রিমোর্ট নিয়ে সবাই বসে পড়েন টিভির সামনে। পছন্দের তারকাদের টিভির পর্দায় দেখলে নিমেষে মন ভালো হয়ে যায় দর্শকদের। তাই বিকেল গড়িয়ে সন্ধ্যা হতেই চ্যানেলে চ্যানেলে শুরু হয় টিআরপির লড়াই।
উল্লেখ্য বিগত বেশ কিছুদিন ধরেই টিআরপি তালিকায় ধাক্কা খেয়ে ছিটকে পড়েছে স্টার জলসার একাধিক সিরিয়াল। তাই ভালো টিআরপি পাওয়ার আশায় একের পর এক নতুন সিরিয়াল আনছে চ্যানেল কর্তৃপক্ষ। যার ফল মিলেছে হাতেনাতে। নতুন সিরিয়ালের হাত ধরে টিআরপি তালিকায় বেশ ভালোই ফল পাচ্ছে স্টার জলসার চ্যানেল কর্তৃপক্ষ।
টিআরপি তালিকায় এগিয়ে থাকা এই সিরিয়াল গুলির মধ্যে অন্যতম হল ‘খুকুমণি হোম ডেলিভারি’ এবং ‘গাঁটছড়া’। এরই মধ্যে সামনে এসেছে স্টার জলসার দুই নতুন সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’ এবং ‘গুড্ডি’-র প্রোমো। যার ফলে ফের একবার বড়সড় বদল এসেছে স্টার জলসার টাইম স্লটে। এরইমধ্যে শোনা যাচ্ছে খুব শিগগিরই শেষ হতে চলেছে বাংলার অন্যতম ভক্তিমূলক সিরিয়াল ‘মহাপীঠ তারাপীঠ’।
তবে এখনই এই ভক্তিমূলক সিরিয়াল শেষ হবে কিনা তা এখনও নিশ্চিত নয়। শোনা যাচ্ছে হয় দুপুরে নয়তো গভীর রাতেও সম্প্রচারিত হতে পারে এই সিরিয়াল।সব মিলিয়ে মহাপীঠ তারাপীঠ এখন প্রশ্নের মুখে। এরইমধ্যে সিরিয়ালে সত্যময়ী রূপে এন্ট্রি নিয়েছেন ‘তিতলি’ অভিনেত্রী মধুপ্রিয়া চৌধুরী।
আর সত্যময়ী রূপে সিরিয়ালে এন্ট্রি নিতে না নিতেই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের হাসির খোরাকে পরিণত হয়েছেন অভিনেত্রী। আসলে এই সিরিয়ালে দেখা যাচ্ছে এক হতদরিদ্র গ্রামের মহিলার চরিত্রে। তাই তার হাতের বড় বড় নখে নেল আর্ট দেখে কেউ লিখেছেন ‘হতদরিদ্র এই মেয়ের হাতের নখ গুলো দেখার মত।’ তো কেউ লিখেছেন ‘তখনকার যুগেও নেলপালিশ আর নেল আর্ট ছিল জানতুম না! হতিই পারে! বাংলা সিরিয়াল বলে কতা!’