বাংলা সিরিয়াল প্রেমীদের কাছে বিপুল জনপ্রিয় প্রথম সারির সিরিয়াল গুলোর মধ্যে অন্যতম হল স্টার জলসার খড়কুটো (Khorkuto)।বিগত কয়েকদিন ধরে টি আর পি রেটিংয়ে ভালো ফল না করলেও দর্শকদের মধ্যে এই সিরিয়ালের জনপ্রিয়তা কমেনি আজও। আর নতুন বছরের শুরু থেকেই খড়কুটো পরিবারে একের পর এক লেগেই রয়েছে খুশির খবর ।
খুব শিগগিরই খড়কুটোর সৌগুন পরিবারে আসতে চলেছে নতুন সদস্য। অর্থাৎ মা হতে চলেছে গুনগুন (Gungun)। সিরিয়ালের প্রিয় জুটি গুনগুন সৌজন্য কে নিয়ে বরাবরই দর্শকদের উৎসাহের অন্ত নেই। তবে তারকাখচিত এই সিরিয়ালে গুনগুন সৌজন্য ছাড়াও দর্শকদের পছন্দের তালিকায় রয়েছেন আরও একাধিক চরিত্র। সম্প্রতি সিরিয়ালে এসেছে নতুন টুইস্ট।
পটকার মেয়ে সাঁজির (Sanji) জীবনে হঠাৎ করে উদয় হয়েছে তার প্রেমিক স্রোতের (Srot)। পেশায় প্রফেসর এই প্রেমিক খানিকটা বাড়ির ছেলে বাবিনের মতোই গম্ভীর। সাঁজির বাড়ির সবাই ইতিমধ্যেই তার সাথে আলাদা করে দেখা করার পর ছেলের বাড়ির লোকের সাথেও কথা বলে এসেছেন। আর এই সাক্ষাতের পর সবার স্রোত কে পছন্দ হলেও, স্রোতের মা কে একেবারেই পছন্দ হয়নি।
তার কথাবার্তা একেবারে ভালো না। তাই সবাই স্রোত কে বিয়ে করার ব্যাপারে সাঁজিকে আরও একবার ভাবতে বলেন। কিন্তু অনেক আলোচনার পর ঠিক হয় স্রোতের সাথেই বিয়ে হবে সাঁজির। এরইমধ্যে মুখার্জী বাড়ি আসে গুনগুনের ড্যাডি। তখন তিনি জানান এই অবস্থায় মেয়ে গুনগুনকে তিনি বাড়ি নিয়ে যেতে চান।
View this post on Instagram
সম্প্রতি সিরিয়ালের একটি ফ্যান পেজের তরফে এই পর্বের একটি ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে গুনগুন কে এই কদিন একেবারেই কাছ ছাড়া করতে চায় না বাবিন। তখন তার শ্বশুর কারণ জানতে চাইলে সে গুনগুন একেবারেই কথা শোনে না, ওকে সারাক্ষণ চোখে চোখে রাখতে হয়। আর এই কমাস প্রেগন্যান্ট অবস্থার কষ্টটা গুনগুনকেই একা ভোগ করতে হবে তাই তার নিজেকে বড্ড দোষী মনে হচ্ছে।