• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘TRP বাড়াতে টিস্যু পেপারের মত ব্যবহার করে ফেলে দিয়েছে Big Boss’, কেঁদে ক্ষোভ উগরে দিলেন রাখি

বলিউডের ড্রামা কুইন নামে পরিচিত রাখি সাওয়ান্ত (Rakhi Sawant)। অবশ্য কন্ট্রোভার্সি কুইন বললেও খুব একটা ভুল হয়তো বলা হয় না! কারণ যেখানে রাখিয়াছেন সেখানেই রয়েছে বিতর্ক। বন্ধুত্ব থেকে বিয়ে এমনকি নিজের মন্তব্যের কারণেও মাঝে মধ্যেই বিতর্কে জড়িয়ে শিরোনামে হাজির হতে দেখা যায় অভিনেত্রীকে। সম্প্রতি অন ক্যামেরায় আবারও একপ্রকার বিস্ফোরক মন্তব্য করে শিরোনামে উঠে এসেছেন রাখি সাওয়ান্ত।

জনপ্রিয় টিভি রিয়্যালিটি শো ‘বিগবস (Big Boss)’ এর প্রতিযোগী হিসাবেও বহুবার দেখা গিয়েছে অভিনেত্রীকে। বিগবসের ঘরে নিজের কাণ্ডকারখানার জন্য ভাইরাল হয়েছেন রাখি। এবারের বিগবসেও প্রতিযোগী হিসাবে ছিলেন অভিনেত্রী, কিন্তু গত মঙ্গলবার তাকে এলিমিনেট করে দেওয়া হয়েছে। তাঁর পরেই একপ্রকার বিরূপ মন্তব্য অভিনেত্রীর।

   

Rakhi Sawant

এবার পাপ্পারাৎজি ও সাংবাদিকদের ক্যামেরার সামনেই ‘বিগবস’ এর নির্মাতাদের বিরুদ্ধে ক্ষোভ  উগরে দিলেন রাখি। জিম থেকে বেরোতেই ক্যামেরার সামনে হাজির হন অভিনেত্রী। ক্যামেরার সামনেই কেঁদে ফেলেন তিনি। রাখি বলেন, ‘বিগবস প্রতিবছর আমায় ডাকবেন আর টিস্যুর মত ব্যবহার করে ফেলে দেবেন। আমি মোটেই টিস্যু পেপার নই, আমিও একটা রক্ত মাংসের তৈরী মানুষ। শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য, যতখন লেবুতে রস আছে নিংড়ে নিয়ে খোসা ফেলে দেবেন। আমি কোনো কমলালেবু বা পাতি লেবু বা টিস্যু পেপার নই’!

Rakhi Sawant,Big Boss,Rakhi Sawant Viral Video,রাখি সাওয়ান্ত,রাখি সাওয়ান্তের কান্না,বিগ  বস,বলিউডের খবর,Big Boss Updates,Rakhi Sawant Crying

এখানেই শেষ নয় রাখি আরো বলেন, ‘এন্টারটেনমেন্টের স্বার্থে তাকে ব্যবহার করা হচ্ছে। ট্রফি জিততে দেওয়া হচ্ছে না। বিগবস তুমি জমি আমি কতটা ভালোবাসি তোমাকে। আমি ট্রফি জেতার যোগ্য’। কথাগুলি বলার সময় রাখির চোখে জল চলে এসেছিল। আর এই ভিডিওটি শেয়ার হওয়ার পর বেশ ভাইরাল হয়ে পড়েছে নেটপাড়ায়।

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

রাখির এই ভিডিও ভাইরাল হবার পর অনেকেই তাকে সমর্থন করেছেন। কারণ একসময় শোয়ের টিআরপি অনেকটাই কমে গিয়েছিল। তাই টিআরপি বাড়ানোর জন্য রাখি সাওয়ান্তকে আনা হয়েছিল প্রতিযোগী হিসাবে। সেখানে গ্রান্ড ফিনালে সামনে আসতেই এলিমিনেট করা হল তাকে।

বর্তমানে বিগবসের মঞ্চে ফাইনালিস্ট হিসাবে রয়েছেন করণ কুন্দ্রা, শমিতা শেট্টি, তেজস্বী প্রকাশ ও প্রতীক সহজপাল। আগামীকাল অর্থাৎ শনিবার ও রবিবার অনুষ্ঠিত হবে বিগ বসের গ্রান্ড ফিনালে। আর ফাইনালের আগে ব্যাপক সাপোর্ট পাচ্ছেন তেজস্বী প্রকাশ। এখন অপেক্ষা কে বিজেতা হয় সেটা দেখার।

site