“আগে দর্শনধারী, পরে গুণবিচারী” – গ্ল্যামদুনিয়ায় প্রতিমুহূর্তে সত্য বলে প্রমাণিত হয় এই প্রবাদ বাক্য। অভিনয়ের মাপকাঠিতে বেশ উপরের দিকে থাকলেও শুধুমাত্র সুদর্শন না হওয়ার দরুণ অনেক অভিনেতাই ‘নায়ক’ হওয়ার দৌড়ে পিছিয়ে পড়েন। পাশাপাশি স্বজনপ্রীতির (Nepotism) মত ফ্যাক্টর যে বলিউডে (Bollywood) বেশ প্রকট, তা আর আলাদা করে উল্লেখ করার দরকার পড়ে না। যদিও এরই মধ্যে বেশ কিছু অভিনেতা-অভিনেত্রী উঠে আসেন ধূমকেতুর মত। ‘দর্শনধারী’ না হওয়া সত্ত্বেও শুধুমাত্র অভিনয় দক্ষতা বা তাকলাগানো ব্যক্তিত্বের জোরে বলিউডে নিজের জায়গা করে নিয়েছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী (Nawazuddin Siddiqui)।
বলিউডের সুপারস্টার অভিনেতাদের মতো স্টারডম কোনোকালেই সাথে নিয়ে ঘোরেন না নওয়াজ। বরং আপাদমস্তক সাধারণ জীবন যাপন করতেই তিনি বেশি স্বচ্ছন্দ। রোজই পেজ থ্রির পাতায় দেখা যায় , কোনও না কোনও অভিনেতা বা অভিনেত্রী কোটি কোটি টাকা দিয়ে বাড়ি কিনছেন।
কিন্তু নওয়াজ নিজের স্বপ্নের প্রাসাদটি তৈরী করতে সময় নিয়েছেন দীর্ঘ ৩ বছর। শুধু তাই নয় মুম্বই নগরীতে এই প্রাসাদ নওয়াজ তৈরী করেছেন নিজের গ্রামের বুধনার বাড়ির আদলে। ক্রমেই নওয়াজের এই বিলাসবহুল বাড়ির ছবি ভাইরাল হচ্ছে।
নওয়াজউদ্দিন তার বাবার নামানুসারে এই বাড়িটির নাম রেখেছেন ‘নবাব’। এই প্রসঙ্গে জানিয়ে রাখি , নওয়াজউদ্দিনের বাবার নাম নওয়াবউদ্দিন সিদ্দিকী। ধবধবে সাদা এই বিলাসবহুল বাংলোতে রয়েছে একটি বড় বারান্দা, চমৎকার সোপান এবং খোলা জায়গা। এই গোটা বাড়ির ডিজাইন ,প্রতিটা ইঁট থেকে শুরু করে রং সব নওয়াজ নিজের পছন্দে তৈরী করেছেন বলে জানা গিয়েছে।
নওয়াজউদ্দিন সিদ্দিকী আগামী মাসে বেশ ব্যস্ত। বর্তমানে কঙ্গনা রানাউতের ছবি ‘টিকু ওয়েডস শেরু’ নিয়ে ব্যস্ত নওয়াজ। সাই কবির পরিচালিত এই ছবিতে তার বিপরীতে দেখা যাবে অবনীত কৌরকে। এ ছাড়া ‘হিরোপান্তি 2’ সহ আরও অনেক ছবি রয়েছে নওয়াজের হাতে। টাইগার শ্রফের এই ছবিতে নেতিবাচক চরিত্রে দেখা যাবে নবাবকে। তার একটি সাক্ষাৎকারে, নওয়াজউদ্দিন সিদ্দিকী বলেছিলেন যে তার ৪-৫ টি চলচ্চিত্র রয়েছে যা ২০২২ সালে মুক্তির জন্য প্রস্তুত এবং এটি তার ব্যস্ততম বছর হতে চলেছে।