দক্ষিণের জনপ্রিয় সুপারস্টার মহেশ বাবুর স্ত্রী হিসেবে অনেকেই চেনেন নম্রতা শিরোদকারকে। আজকাল পর্দায় খুব একটা দেখা না গেলেও একসময় বলিউডের পরিচিত মুখ ছিলেন নম্রতা। সম্প্রতি বয়সে হাফ সেঞ্চুরি অর্থাৎ ৫০ এ পা দিলেন অভিনেত্রী। তবে এর আগেও তার একটি পরিচয় বর্তমান। ১৯৯৩ সালে বিজয়ীর মুকুট উঠেছিল নম্রতার মাথায়। সম্প্রতি সেই সময়কারই একটি ভিডিও ক্লিপিংস ভাইরাল হয়েছে নেটপাড়ায়।
ভিডিওতে দেখা যাচ্ছে মঞ্চে উপস্থিত আরেক প্রতিযোগী পূজা বাত্রার সাথে জোর টক্কর চলছে তার। দেখে বোঝাই যাচ্ছে ভিডিওটি প্রতিযোগিতার ফাইনালের ক্লিপিংস৷ সেই সময়ের মিস ইন্ডিয়ার অনুষ্ঠানে নম্রতার পরনে ছিল সিলভার রঙের গাউন, আর মাথায় বাঁধা বব স্টাইলেত খোঁপা। অন্যদিকে পূজার দিক থেকেও ফেরানো যাচ্ছেনা চোখ, তার পরনে লাল গাউন৷ শো-এর সঞ্চালিকার ভূমিকায় দেখা যাচ্ছে অর্চনা পূরণ সিং-কে।
ভিডিওতে আরও দেখা যাচ্ছে অর্চনা দুই প্রতিযোগীর উদ্দেশ্যে প্রশ্ন করছেন, “ডিম আগে না মুরগি আগে”? তিন প্রতিযোগিই এই প্রশ্ন শুনে ঘাবড়েই যায় প্রথমে, নম্রতা বাদে আর দুজনের উত্তর ছিল মুরগি আগে। কিন্তু নম্রতা নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে একটু অন্যভাবে উত্তর দেন, তিনি বলেন ‘ ডিম আগে না মুরগি কী যায় আসে তাতে যতক্ষণ এই দুইই আমাদের কাজে লাগছে!’
বলাই বাহুল্য এই উত্তরই তাকে বিচারকদের চোখে অনেকটা এগিয়ে রেখেছিল। কিছুক্ষণ সময় চেয়ে নিয়েই বিচারকমন্ডলী নম্রতাকেই বলেন বিজয়ী হিসেবে ঘোষণা করলেন৷