• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দুটো সিনেমা করেই মিলেছে জনপ্রিয়তা, ছোট কাজ আর করবেন না! সিনেমা ফেরালেন অঙ্কিতা

Published on:

Ankita Lokhande,অঙ্কিতা লোখান্ডে,Vicky Jain,ভিকি জৈন,Manikarnika,মণিকর্ণিকা,Kangana Ranaut,কঙ্গনা রানাওয়াত

গত বছরের শেষেই দীর্ঘ দিনের প্রেমিক ভিকি জৈনের (Vicky Jain) সাথে একেবারে ধুমধাম করে বিয়ে সেরেছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী অঙ্কিত লোখান্ডে (Ankita Lokhande) । মায়া নগরী মুম্বাইয়ের এক পাঁচতারা হোটেলেই বসেছিল সেই জাঁকজমক পূর্ণ বিয়ের আসর। সুন্দরী অভিনেত্রীর হাই প্রোফাইল এই বিয়ে ছিল চোখে পড়ার মতো। অঙ্কিতার বিয়ের পোশাক থেকে গয়না বিশেষ করে ভিকির দেওয়া হীরের আংটি নজর কেড়েছিল সকলের।

বিয়ের রেশ কাটতে না কাটতেই অঙ্কিতা নেমে পড়েছেন ‘পবিত্র রিশতা ২’ (Pavitra Rishta 2) ওয়েব সিরিজের শ্যুটিংয়ে নেমে পড়েছেন। খুব শীঘ্রই OTT-তে প্রিমিয়ার হতে চলেছে পবিত্র রিস্তার এই নতুন সিজন। তার প্রোমোশন নিয়েও এই মুহুর্তে ব্যস্ত রয়েছেন অভিনেত্রী। কিন্তু এই একটি সিরিয়াল ছাড়া তাকে অন্য কোনও কাজে দেখা যাচ্ছে না।

Ankita Lokhande,অঙ্কিতা লোখান্ডে,Vicky Jain,ভিকি জৈন,Manikarnika,মণিকর্ণিকা,Kangana Ranaut,কঙ্গনা রানাওয়াত
এ প্রসঙ্গে জানতে চাওয়া হলে রসিকতার সুরে অভিনেত্রীর সটান উত্তর ‘নিজের বিয়েতে ব্যস্ত ছিলাম যে।’ উল্লেখ্য পবিত্র রিশতা খ্যাত অর্চনা চরিত্রের এই অভিনেত্রী অঙ্কিতা বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের (Kangana Ranaut) অত্যন্ত কাছের। একথা এতদিনে ইন্ডাস্ট্রি তে কমবেশি সকলেই জানেন। সেই কারণে অঙ্কিতার বিয়েতেও দেখা গিয়েছিল কঙ্গনাকে।

Ankita Lokhande,অঙ্কিতা লোখান্ডে,Vicky Jain,ভিকি জৈন,Manikarnika,মণিকর্ণিকা,Kangana Ranaut,কঙ্গনা রানাওয়াত

উল্লেখ্য কঙ্গনার জনপ্রিয় সিনেমা মণিকর্ণিকার (Manikarnika) ঝালকারি বাই চরিত্রের হাত ধরেই বলিউডে হাতেখড়ি হয়েছিল অঙ্কিতার। কিন্তু এরপর থেকে অভিনেত্রী এখনও পর্যন্ত মাত্র দুটি সিনেমায় অভিনয় করেছেন। এ প্রসঙ্গে বিস্তারিত জানিয়ে এক সাক্ষাৎকারে অঙ্কিতা বলেছেন “শুধু মাত্র সিনেমায় অভিনয় করতে চাই বলে, আমি যে কোনো সিনেমা করতে পারি না।’

Ankita Lokhande,অঙ্কিতা লোখান্ডে,Vicky Jain,ভিকি জৈন,Manikarnika,মণিকর্ণিকা,Kangana Ranaut,কঙ্গনা রানাওয়াত

সিনেমা নিয়ে বড়ই খুঁতখুঁতে অঙ্কিতা। তাই ইতিমধ্যেই একাধিক সিনেমার স্ক্রিপ্ট পড়লেও তা পছন্দ হয়নি অভিনেত্রীর। এ প্রসঙ্গে তিনি বলেছেন ‘ সময় বদলেছে। মণিকর্ণিকাতে ঝালকারি বাই করার পর, আমি যা খুশি একটা চরিত্রে অভিনয় করতে পারি না। আমি অপেক্ষা করছি সেই সিনেমার জন্য যা আমার হবে। আমার পুরো ক্যারিয়ার জুড়ে, বরাবরই আমি খুব খুঁতখুঁতে।’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥