সাত পাকে বাধা পড়লেন মৌনী রায় (Mouni Roy)। দীর্ঘদিনের প্রেমের পর প্রেমিক সূরজ নাম্বিয়ারের সাথে বিয়ে সারলেন অভিনেত্রী। প্রথমে বিদেশে উড়ে যাবার কথা হলেও শেষমেশ গোয়াতেই বিয়ে সারলেন অভিনেত্রী। বিয়ের আগেই মৌনী রায়ের হলদি থেকে মেহেন্দির একাধিক ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে পড়েছে। এবার আপনাদের জন্য রইল অভিনেত্রীর বিয়ের মুহূর্তের ছবিগুলি।
যেমনটা জানা যাচ্ছে একটা নয় বরং দুই প্রথায় বিয়ে হবে অভিনেত্রীর। স্বামী যেহেতু মালায়ালী তাই প্রথমে সেই প্রথায় ও পরে অভিনেত্রী বাঙালি হওয়ায় বাঙালি প্রথায় হবে বিয়ে।
লাল রঙের ডিজাইনার পার দেওয়া সাদা শাড়ি পরেই সকাল সকাল মনের মানুষের সাথে সাত পাকে বাঁধা পড়লেন অভিনেত্রী। ২৭ শে জানুয়ারি সকালেই হয়ে গিয়েছে মৌনী রায় ও সূরজ নামবিয়ার এর মালায়ালী মতে বিয়ে। ইতিমধ্যেই সেই বিয়ের বেশ কিছু ছবি প্রকাশ্যে এসেছে।
মালায়ালী বিয়ের পোশাক ছবিতে একসাথে বসে থাকতে দেখা যাচ্ছে মৌনী রায় ও সূরজ নামবিয়ারকে। যেখানে সাদা রঙের সুন্দর একটি শাড়ি পরে আছেন অভিনেত্রী। যার লাল রাঙা পাড়ে সুন্দর ডিজাইন করা রয়েছে। এছাড়াও গলা থেকে মাথা ভর্তি রয়েছে সোনার গয়নায়।
অন্যদিকে বর সূরজ নামবিয়ারকেও দেখা যাচ্ছে ট্র্যাডিশনাল বিয়ের পোশাকে, ধুতি পাঞ্জাবি পরে। এছাড়াওঅভিনেত্রীর গলায় মঙ্গলসূত্র পরিয়ে দেবার সময়েও একটি ছবি শেয়ার করা হয়েছে নেটপাড়ায়। যা ইতিমধ্যেই বেশ ভাইরাল হয়ে পড়েছে।
দীর্ঘদিন ধরেই মৌনী রায়ের বিয়ের জন্য অপেক্ষায় ছিলেন ভক্তরা। এদিন বিয়ের ছবি প্রকাশ্যে আসতে শুরু করতেই শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।
প্রসঙ্গত, এদিন সকালেই স্বামীকে যে জড়িয়ে ধরে একটি ছবি শেয়ার করেছিলেন অভিনেত্রী। ছবিতে সাদা পাঞ্জাবি পরে দেখা যাচ্ছিলো সূর্য নামিবিয়ারকে ও লাল রাঙা শাড়ি পড়েছিলেন মৌনী রায়। অভিনেত্রীর বিয়ের আরও ছবির জন্য বংট্রেন্ডের পর্দায় অবশ্যই চোখ রাখুন।