• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সাত পাকে বাধা পড়লেন মৌনী রায়, গোয়াতে হল বিয়ে, রইল মৌনী-সূরজের বিয়ের ছবির অ্যালবাম

Published on:

Mouni Roy Wedding Album মৌনী রায় বিয়ের অ্যালবাম

সাত পাকে বাধা পড়লেন মৌনী রায় (Mouni Roy)। দীর্ঘদিনের প্রেমের পর প্রেমিক সূরজ নাম্বিয়ারের সাথে বিয়ে সারলেন অভিনেত্রী। প্রথমে বিদেশে উড়ে যাবার কথা হলেও শেষমেশ গোয়াতেই বিয়ে সারলেন অভিনেত্রী। বিয়ের আগেই মৌনী রায়ের হলদি থেকে মেহেন্দির একাধিক ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে পড়েছে। এবার আপনাদের জন্য রইল অভিনেত্রীর বিয়ের মুহূর্তের ছবিগুলি।

Mouni ROy 4

যেমনটা জানা যাচ্ছে একটা নয় বরং দুই প্রথায় বিয়ে হবে অভিনেত্রীর। স্বামী যেহেতু মালায়ালী তাই প্রথমে সেই প্রথায় ও পরে অভিনেত্রী বাঙালি হওয়ায় বাঙালি প্রথায় হবে বিয়ে।

Mouni Roy,Suraj Nambiar,Mouni Roy Wedding Photos,Mouni Roy wedding in Goa,মৌনী রায়,সূরজ নামিবিয়ার,মৌনী রায়ের বিয়ে,মৌনী রায়ের বিয়ের ছবি,বলিউডের খবর

লাল রঙের ডিজাইনার পার দেওয়া সাদা শাড়ি পরেই সকাল সকাল মনের মানুষের সাথে সাত পাকে বাঁধা পড়লেন অভিনেত্রী। ২৭ শে জানুয়ারি সকালেই হয়ে গিয়েছে মৌনী রায় ও সূরজ নামবিয়ার এর মালায়ালী মতে বিয়ে। ইতিমধ্যেই সেই বিয়ের বেশ কিছু ছবি প্রকাশ্যে এসেছে।

Mouni Roy,Suraj Nambiar,Mouni Roy Wedding Photos,Mouni Roy wedding in Goa,মৌনী রায়,সূরজ নামিবিয়ার,মৌনী রায়ের বিয়ে,মৌনী রায়ের বিয়ের ছবি,বলিউডের খবর

মালায়ালী বিয়ের পোশাক ছবিতে একসাথে বসে থাকতে দেখা যাচ্ছে মৌনী রায় ও সূরজ নামবিয়ারকে। যেখানে সাদা রঙের সুন্দর একটি শাড়ি পরে আছেন অভিনেত্রী। যার লাল রাঙা পাড়ে সুন্দর ডিজাইন করা রয়েছে। এছাড়াও গলা থেকে মাথা ভর্তি রয়েছে সোনার গয়নায়।

Mouni Roy,Suraj Nambiar,Mouni Roy Wedding Photos,Mouni Roy wedding in Goa,মৌনী রায়,সূরজ নামিবিয়ার,মৌনী রায়ের বিয়ে,মৌনী রায়ের বিয়ের ছবি,বলিউডের খবর

অন্যদিকে বর সূরজ নামবিয়ারকেও দেখা যাচ্ছে ট্র্যাডিশনাল বিয়ের পোশাকে, ধুতি পাঞ্জাবি পরে। এছাড়াওঅভিনেত্রীর গলায় মঙ্গলসূত্র পরিয়ে দেবার  সময়েও একটি ছবি শেয়ার করা হয়েছে নেটপাড়ায়। যা ইতিমধ্যেই বেশ ভাইরাল হয়ে পড়েছে।

Mouni Roy,Suraj Nambiar,Mouni Roy Wedding Photos,Mouni Roy wedding in Goa,মৌনী রায়,সূরজ নামিবিয়ার,মৌনী রায়ের বিয়ে,মৌনী রায়ের বিয়ের ছবি,বলিউডের খবর

দীর্ঘদিন ধরেই মৌনী রায়ের বিয়ের জন্য অপেক্ষায় ছিলেন ভক্তরা। এদিন বিয়ের ছবি প্রকাশ্যে আসতে শুরু করতেই শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।

Mouni Roy,Suraj Nambiar,Mouni Roy Wedding Photos,Mouni Roy wedding in Goa,মৌনী রায়,সূরজ নামিবিয়ার,মৌনী রায়ের বিয়ে,মৌনী রায়ের বিয়ের ছবি,বলিউডের খবর

প্রসঙ্গত, এদিন সকালেই স্বামীকে যে জড়িয়ে ধরে একটি ছবি শেয়ার করেছিলেন অভিনেত্রী। ছবিতে সাদা পাঞ্জাবি পরে দেখা যাচ্ছিলো সূর্য নামিবিয়ারকে ও লাল রাঙা শাড়ি পড়েছিলেন মৌনী রায়। অভিনেত্রীর বিয়ের আরও ছবির জন্য বংট্রেন্ডের পর্দায় অবশ্যই চোখ রাখুন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥