দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy), বাংলা টেলিভিশনের রানিমা। হ্যাঁ,সিরিয়ালে তার চরিত্র শেষ হয়ে গেলেও আজও দর্শকদের কাছে এই নামেই পরিচিত অভিনেত্রী। যদিও আটপৌরে শাড়ি, আর মাথায় একহাত ঘোমটা দেওয়া রানি রাসমণি (Rani Rashmoni) চরিত্রের খোলস ছেড়ে অনেক আগেই বেরিয়ে এসেছেন তিনি।
দিতিপ্রিয়া বরাবরই রানিমার ট্যাগ ছেড়ে বেরিয়ে আসতে চেয়েছেন, একথা আগেও একাধিকবার জানিয়েছেন অভিনেত্রী। কারণ অভিনেত্রী হিসাবে ভার্সেটাইল হওয়াটাই সবেচেয়ে জরুরি বলে মনে করেন তিনি। আর এই কাজে তাকে বিশেষভাবে সাহায্য করছেন পরিচালকরাও। নানা চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়ে অভিনেত্রী নিজেও দারুন উচ্ছসিত।
এই মুহূর্তে ইন্ডাস্ট্রির ব্যস্ততম অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হয়ে উঠেছেন দ্বিতিপ্রিয়া। জানা গেছে কিছুদিন আগেই মুম্বাই গিয়ে একটা ওয়েব সিরিজ এবং একটা বিজ্ঞাপনের শুটিং সেরেছেন অভিনেত্রী। শুটিং, ডাবিং, ছবির প্রমোশন, বিজ্ঞাপন, ওটিটি সবেতেই দিব্যি কাজ করছেন দিতিপ্রিয়া। অভিনেত্রীর কথায়, ‘নানারকম চরিত্রে কাজ করছি, এই সময়টা এনজয় করছি খুব।’
এখন বাংলার গন্ডি পেরিয়ে আরব সাগর পাড়ে অর্থাৎ মুম্বাইয়ের বলিউড ইন্ডাস্ট্রিতেও অবাধ যাতায়াত তার। তাই এখন প্রায়ই আজ কলকাতা তো কাল মুম্বাই এমনই ব্যস্ত শিডিউল থাকে অভিনেত্রীর।টলিউড,বলিউড দুই ইন্ডাস্ট্রিতে কাজ করলেও দ্বিতিপ্রিয়ার কাছে টলিউড মানেই ঘর। অভিনেত্রীর কথায় ‘এখানে আমি অনেক বেশি কমফোর্টেবল। এখন আমার ঘরের ইন্ডাস্ট্রি হল টলিউড।’
প্রসঙ্গত দিনের পর দিন রানিমা চরিত্র করে একপ্রকার দর্শকদের রোজকারের অভ্যাসে পরিণত হয়েছিলেন। তবে চরিত্র টি শেষ হয়ে যাওয়ায় শুধু দর্শকরাই নন অভিনেত্রী নিজেও খুব মিস করেন এই রানিমার চরিত্রটিকে। তবে আবার ছোট পর্দায় ফেরার প্রসঙ্গে অভিনেত্রী জানিয়েছেন ‘ছোটপর্দা থেকে ব্রেক নেওয়া আসলে রানিমা হিসাবে নয় দিতিপ্রিয়া হিসাবে বেশি পরিচিতি পেতে চেয়েছি। ছোটপর্দা আমায় অনেক কিছু দিয়েছে। আমিও খুব মিস করি, তবে সেরকম প্রজেক্ট পেলে আবার ফিরব।’