ক্রিকেটের দুনিয়ায় দারুন খুশির খবর। বাবা হলেন যুবরাজ সিং (Yuvraj Singh)। যুবরাজ-হেজেলের (Hazal Keech) সংসারে এল নতুন অতিথি। এই খবর পাওয়া মাত্রই খুশিতে উচ্ছসিত যুবরাজ ফ্যান থেকে গোটা নেটপাড়া। মঙ্গলবার গভীর রাতে অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করে যুবরাজ নিজেই এই খুশির খবর জানিয়েছেন।
যুবরাজ টুইট লেখেন, ‘আমার সমস্ত ফ্যান, পরিবার ও বন্ধুদের সাথে এই খবর ভাগ করে নিতে পেরে খুবই আনন্দিত হচ্ছি যে, আমাদের ছেলে হয়েছে। ভগবানকে ধন্যবান জানাই, তিনি আমাদের এই বিশাল খুশি উপহার দিয়েছেন। আর আমাদের এই সদ্যজাত সন্তানকে পৃথিবীতে স্বাগত জানানোর জন্য আমরা সকলের থেকে ব্যক্তিগত গোপনীয়তা আশা করছি। হেজেল ও যুবরাজের পক্ষ থেকে সকলের জন্য অনেক অনেক ভালোবাসা’।
অর্থাৎ যুবরাজ নিজেও যে ব্যাপক খুশি সেটা বোঝাই যাচ্ছে। আর তাঁর এই টুইট হওয়ার পর থেকেই শুভেচ্ছা ঢল বয়ে গিয়েছে নেটপাড়ায়। নেটিজেনরা বাবা হওয়ার শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন কমেন্ট বক্স। পাশাপাশি দেশে বিদেশের খেলোয়াড় বন্ধুরাও শুভেচ্ছা জানিয়েছেন তাকে বাবা হওয়ার জন্য। তবে যুবরাজ খুশির খবর দেবার পাশাপাশি গোপনীয়তা বাজার রাখার অনুরোধ করেছেন। অর্থাৎ পাপ্পারাৎজিরা যাতে তাদের সদ্যজাত ছেলের ছবি ক্যামেরায় না দেখান তাঁর অনুরোধ করেছেন।
❤️ @hazelkeech pic.twitter.com/IK6BnOgfBe
— Yuvraj Singh (@YUVSTRONG12) January 25, 2022
২০১৫ সালের ১২ই নভেম্বর একেঅপরের সাথে বাগদান সেরেছিলেন যুবরাজ ও হেজেল। যদিও সে বছর বিয়ে হয়নি। একবছর পেরিয়ে ২০১৬ সালের ৩০শে নভেম্বর সাত পাকে বাঁধা পড়েন যুবরাজ। ভালোবেসেই একেঅপরের জীবনসঙ্গী হয়েছেন যুবরাজ ও হেজেল। তাদের আগামী দিনের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল বংট্রেন্ডের পক্ষ থেকে।
প্রসঙ্গত, গতবছর থেকেই যুবরাজের বাবা হওয়ার আগাম খবর ভেসে বেড়াচ্ছিল নেটপাড়ায়। বহুবার হেজেলের গর্ভবতী হওয়ার খবর ছড়িয়ে পড়েছিল। তবে শেষমেশ বাবা হয়েই গেলেন যুবরাজ। ক্রিকেটের মাঠে নিজের দুর্দান্ত পারফর্মেন্সের জন্য বিখ্যাত যুবরাজ। ৩০৪ টি ODI, ৪০টি টেস্ট ম্যাচ থেকে ২০০৭ ও ২০০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য হিসাবে ছিলেন তিনি।