• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শুরুর আগেই শেষ হয়ে যাবে ফুলঝুরির গানের সফর! লালনকে টেক্কা দিতে মঞ্চে উঠে সুরহারা ফুলঝুরি

স্টার জলসার জনপ্রিয় সিরিয়ালগুলির মধ্যে অন্যতম হল ধুলোকণা (Dhulokona)। সিরিয়ালপ্রেমীদের কাছে এই সিরিয়ালের লালন ফুলঝুরির জুটি বেশ জনপ্রিয়। প্রসঙ্গত সিরিয়ালের মুখ্য চরিত্র ফুলঝুরির ভূমিকায় রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মানালি দে (Manali Dey) আর নায়ক লালনের চরিত্রে রয়েছেন ইন্দ্রাশিষ দে (Indrasish Dey)।

দর্শকদের চাহিদা পূরণে প্রতিনিয়ত এই সিরিয়ালে আনা হচ্ছে নিত্যনতুন চমক। লালন ফুলঝুরির জীবনে কে কেন্দ্র করে আনা হচ্ছে নিত্যনতুন টুইস্ট। কিছুদিন আগেই সামনে এসেছে সিরিয়ালের নায়িকা ফুলঝুরির নতুন প্রতিভা। দারুন গানের গলা তার। তাই সকলের উৎসাহে গান শিখে রিয়ালিটি শোয়ের মঞ্চে একের পর এক গান গেয়ে তাক লাগিয়ে দেয় সে।

   

Lalon,লালন,Phuljhuri,ফুলঝুরি,Music,গান,Reality Show,রিয়ালিটি শো,Chorui,চড়ুই,Babul Supriya,বাবুল সুপ্রিয়

আর ফুলঝুরির এমন সুন্দর গানের গলা শুনে রীতিমতো ভয় পেয়ে যায় চড়ুই। সে নিজের মনেই ভাবতে শুরু করে ওই রিয়ালিটি শোতে অংশ নেওয়া লালন ফুলঝুরির কাছে হেরে যাবে। তাই সে ফুলঝুরিকে ফাঁসিয়ে দেওয়ার জন্য নতুন ফন্দি আঁটে। আর এই কাজে সে শিখন্ডী করে নিজের মাথা পাগল জ্যাঠতুতো দিদিকে।

Lalon,লালন,Phuljhuri,ফুলঝুরি,Music,গান,Reality Show,রিয়ালিটি শো,Chorui,চড়ুই,Babul Supriya,বাবুল সুপ্রিয়

ঘুষ দিয়ে একজন লোক ঠিক করে সে ফুলঝুরিকে দিয়ে সোনাদিদিকে ক্ষতিকারক কিছু একটা খাইয়ে দেয়। আর এইভাবে উল্টে ফুলঝুরির গায়ে দোষ চাপিয়ে চড়ুই সবাইকে বোঝায় লালন আর তার বিয়ে ভাঙতেই সোনাদিদিকে এসব খাইয়ে অসুস্থ করে দিয়েছে ফুলঝুরি। একথা শুনে বাড়ির সবাই ভুল বুঝতে শুরু করে ফুলঝুরিকে। এমনকি পুলিশ এসেও শাসিয়ে যায় তাকে।

Lalon,লালন,Phuljhuri,ফুলঝুরি,Music,গান,Reality Show,রিয়ালিটি শো,Chorui,চড়ুই,Babul Supriya,বাবুল সুপ্রিয়

কিন্তু ফুলঝুরিকে যে ফাঁসানো হয়েছে সেকথা বুঝতে পেরেছে লালন। এমনকি সমস্ত প্রমাণও জোগাড় করে ফেলে সে। ইতিমধ্যেই সিরিয়ালে দেখানো হয়েছে সেই পর্ব। এসবের মধ্যেই প্রকাশ্যে এসেছে নতুন ভিডিও। দেখা যাচ্ছে গানের রিয়ালিটি শোতে গান গাইতে উঠে কাশতে শুরু করে ফুলঝুরি।গলা দিয়ে সুর বের হচ্ছে না তার। তাহলে কি লালনের কাছে হেরে যাবে ফুলঝুরি। বর্তমানে এই প্রশ্নই জেগেছে দর্শকদের মনে। উল্লেখ্য এই পর্বে সঞ্চালকের ভূমিকায় দেখা যাচ্ছে জনপ্রিয় গায়ক বাবুল সুপ্রিয় (Babul Supriya) কে।

site