দেশের সর্বোচ্চ নাগরিক সন্মান পদ্মভূষণ (Padma Bhushan)। প্রতিবছর প্রজাতন্ত্র দিবসের (Republic Day) আগেই ঘোষণা করা হয় পদ্ম-পুরস্কার প্রাপকদের নামের তালিকা। এবছরেও প্রজাতন্ত্র দিবসের ঠিক আগে প্রকাশিত হয়েছে পদ্মভূষণ প্রাপকদের নাম। আর সেই তালিকা অনুযায়ী পদ্মভূষণ পেলেন ভিক্টর বন্দ্যোপাধ্যায় (Victor Bannerjee)। টলিউডে অভিনয়ের জন্য বিখ্যাত ভিক্টর বান্ধোপাধ্যায়, নিজের শিল্পের প্রতি অবদানের জন্যই এই পুরস্কার পেতে চলেছেন।
সেই ৭০ এর দশকে অভিনয় জগতে পা রেখেছিলেন অভিনেতা। এরপর একাধিক ছবিতে কাজ করেছেন, নিজের অসাধারণ অভিনয় ক্ষমতার প্রকাশ করেছেন। শুধু যে বাংলা ছবি তা নয়, বাংলার পাশাপাশি হিন্দি এমনকি ইংরেজি ছবিতেও দেখা গিয়েছে তাকে। ভারতে তো বটেই বিদেশেও একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। প্রতিবারই নিজের অভিনয়ের দরুন প্রশংসিত হয়েছেন।
বিখ্যাত পরিচালক সত্যজিৎ রায়ের সাথে কাজ করেছেন অভিনেতা। ‘ঘরে বাইরে’, ‘শতরঞ্জ কি খিলাড়ি’ এর মত ছবিতে তাঁর অভিনয় আজ স্মরণীয় বাঙালি দর্শকদের মনে। Calcutta Light Opera Group এর ‘The Desert Song’, থেকে Bombay Theatre ‘Godspell’ ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ কাজের মধ্যে অন্যতম।
ভিক্টর বন্দ্যোপাধ্যায় একমাত্র এমন ভারতীয় অভিনেতা যিনি তিনটি বিভাগে জাতীয় পুরস্কারে সম্মানিত হয়েছেন। সিনেমাটোগ্রাফি, তথ্যচিত্র পরিচালনা থেকে অভিনয়ে তিন বিভাগেই জাতীয় পুরস্কার পেয়েছেন অভিনেতা। ‘Where No Journeys End’ তথ্য চিত্রের জন্য সিনেমাটোগ্রাফির দিক থেকে জাতীয় পুরস্কার পান। ‘The Splendour of Garhwal and Roopkund’ এর পরিচালনার জন্য ও সত্যজিৎ রায়ের ‘ঘরে বাইরে’ ছবিতে অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন তিনি।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই পর্দায় দেখা মেলেনি অভিনেতার। তবে ৭৫ বছর বয়সে আবারও পর্দায় কামব্যাক করেছেন তিনি। পরিচালক তথাগত ভট্টাচার্যের ছবি ‘আকরিক’-এ অভিনয়ের মাধ্যমেই কামব্যাক করবেন অভিনেতা। সহ শিল্পী হিসেবে দেখা মিলবে অনুরাধা রায়, ঋতুপর্ণা সেনগুপ্ত সহ আরো কিছু শিল্পীদের।