বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রির বেশ পরিচিত মুখ মিশমি দাস (Mishmee das)। একসময় মডেলিংয়ের মধ্যে দিয়েই কেরিয়ার শুরু করেছিলেন অভিনেত্রী। এরপর সিরিয়ালে প্রবেশ, বর্তমানে ‘এই পথ যদি না শেষ হয়’ (Ei poth jodi na sesh hoy) এ রিনির চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী। খল চরিত্রে হলেও রিনির অভিনয় কিন্তু ভালোই উপভোগ করেন দর্শকেরা।
এর আগে অবশ্য ২০১৪ সালে জি বাংলার ‘রাজযোটক’ সিরিয়ালেও অভিনয় করছিলেন মিশমি। সেটাই ছিল অভিনেত্রীর প্রথম সিরিয়াল। তবে অভিনয় থেকে মডেলিংয়ের দৌলতে ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়েছেন মিশমি। সোশ্যাল মিডিয়াও লক্ষাধিক অনুগামী রয়েছে। তাদের সাথে মাঝে মধ্যেই ছবি ও ভিডিও শেয়ার করে নেন তিনি। আর বোল্ড লুকে মিশমির ছবি নিমেষের মধ্যেই ভাইরাল হয়ে পরে সোশ্যাল মিডিয়াতে।
যেখানে বাঙালি অভিনেত্রীদের খুব একটা বোল্ড লুকে দেখা যায় না সেখানে মিশমি সাহসী লুকে ছবি দিতে পিছপা হন না। নিজের বোল্ড ছবি শেয়ার করার কারণে নেটিজেনদের একাংশের কটাক্ষের শিকার পর্যন্ত হয়েছেন তিনি। নতুন বছরের শুরুতেই বিকিনি পরে ছবি শেয়ার করতেই অনেকেই তাকে কটাক্ষ করেছিলেন। কারোর মতে, ‘শুঁটকি মাছ’, তো কেউ ‘এমা কি বাজে মেয়ে!’ মন্তব্য করেছিলেন ছবিতে।
তবে নেটিজেনদের কটাক্ষের জবাবে মিশমি সোজা উত্তর দিয়েছিলেন। অভিনেত্রী বলে, ‘যত বেশি ট্রোল করবে তত বেশি বিকিনি পড়ে ছবি দেব, গোয়ায় গিয়ে বিকিনি পড়েছি বলে এতো কিছু। মালদ্বীপে গিয়ে পড়লে হয়ত কিছুই হতনা।’ এমন উত্তরের জন্য অনেকেই অভিনেত্রী সাহসিকতার প্রশংসাও করেছেন।
সম্প্রতি ছুটির দিন অর্থাৎ গত রবিবারে আবারও একটি বিকিনি লুক শেয়ার করেছেন মিশমি। ছবিতে লাল হলুদ বিকিনিতে সমুদ্রের ধরে শুয়ে থাকতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। ছবিটি শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘হ্যাপি সানডে টু অল’। মুহূর্তের মধ্যেই সেই ছবি ভাইরাল হয়ে পড়েছে নেটপাড়ায়।
অল্প সময়ের মধ্যেই হাজারো লাইক আর মন্তব্য করেছেন নেটিজেনরা। এবারেও মিলেছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকেই তার দুর্দান্ত ফিগারের প্রশংসা করেছেন। তো কেউ কটাক্ষ করেছেন। এক নেটিজেন তো আবার মজা করে বলেছেন, ‘রিনিকে এভাবে দেখলে আর টুকাই দা উর্মির দিকেই ঘুরেও তাকাতো না’।