• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিয়ের পর সেক্সি বিকিনিতে একাই মলদ্বীপে এনজয় করছেন ক্যাটরিনা! নর্মদাপাড়ে একাকিত্বে ভুগছেন ভিকি

গত বছরের শেষেই ঢাকঢোল পিটিয়ে একেবারে রাজকীয়ভাবে বিয়ে সেরেছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) এবং অভিনেতা ভিকি কৌশল (Vicky Kaushal)। বিয়ের পর আর ৫ জন সাধারণ স্বামী স্ত্রীর মতোই আরবসাগর পাড়ে জুহুর বিলাসবহুল ফ্ল্যাটে গুছিয়ে সংসার পাতেন ভিক্যাট।

তবে বিয়ের সপ্তাহখানেকের মাথায় ইচ্ছা না থাকলেও নতুন বৌকে ছেড়ে মধ্যপ্রদেশে সিনেমার শ্যুটিংয়ের কাজে চলে আসেন ভিকি। যদিও তারই মাঝে ইন্দোরে এসে স্বামীর সাথে দেখাও করে যান ক্যাট। এমনিতে সোশ্যাল মিডিয়ায় নিয়মিত অ্যাক্টিভ থাকেন ভিকি ঘরনী। বিয়ের পর থেকে মাঝে মধ্যেই ব্যাক্তিগত জীবনের নানান ঝলক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন অভিনেত্রী।

   

ভিকি কৌশল,Vicky Kaushal,ক্যাটরিনা কাইফ,Katrina Kaif,মালদ্বীপ,Maldives,নর্মদা,Narmada

আর ক্যাট সুন্দরী বলে কথা। তার শেয়ার করা একটা ছবি কিংবা ভিডিওতে বয়ে যায় লাইক,কমেন্ট শেয়ারের বন্যা। আজ অর্থাৎ সোমবার তেমনই মলদ্বীপ থেকে নিজের ছবি শেয়ার করেছিলেন ক্যাটরিনা। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি দেখা মাত্রই কমেন্ট সেকশনে উপচে পড়েছে অনুরাগীদের কমেন্টের বন্যা।

ভিকি কৌশল,Vicky Kaushal,ক্যাটরিনা কাইফ,Katrina Kaif,মালদ্বীপ,Maldives,নর্মদা,Narmada

ছবিতে দেখা যাচ্ছের বিচের সাদা বালিতে বসে একগাল হেসে পোজ দিয়েছেন দেশের বিদেশী বৌমা ক্যাটরিনা। আর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ছবিতে বেশীরভাগ অনুরাগীরাই জানতে চেয়েছেন ক্যাটরিনার স্বামী ভিকি কৌশল কোথায়, ভিকির সাথে ছবি নেই কেন।

ভিকি কৌশল,Vicky Kaushal,ক্যাটরিনা কাইফ,Katrina Kaif,মালদ্বীপ,Maldives,নর্মদা,Narmada
অনেকের ধারণা ছিল বিয়ের হানিমুনের পুরনো ছবিই শেয়ার করেছেন ক্যাট। কিন্তু হাতে মেহেন্দির চিহ্ন পর্যন্ত না থাকায় সেই ভুল ভেঙেছে ভক্তদের।তাই এই ছবিগুলো এখনকার। বর্তমানে মালদ্বীপে ক্যাটরিনা একাই ছুটি কাটাচ্ছেন। অন্যদিকে নর্মদার পারে বসে নীল হুডি আর ট্র্যাক প্যান্ট পরে সূর্যাস্তের ছবি শেয়ার করেছেন ভিকি। যা দেখে নেটিজেনরা বলছেন মন খারাপ ভিকির।

site