বলিউডের সিনেমার মত অভিনেতা অভিনেত্রীদের ব্যক্তিগত জীবনের প্রতি মানুষের আগ্রহ বেশ থাকে। তারকাদের ব্যক্তিগত জীবন থেকে তাদের আত্মীয় স্বজনদের নিয়েও বেশ আলোচনা চলে বিটাউনে। কারণ এমন বহুবার হয়েছে সুপারস্টারের পরিবার থেকেই পরবর্তী স্টারের বলিউডে এসেছে। আজ বলিউডের হ্যান্ডসম সুপারস্টার হৃত্বিক রোশনের (Hrithik Roshan) ফিল্মি বোনের সম্পর্কে কিছুই কথা জানাবো আপনাদের।
২০১২ সালে ‘অগ্নিপথ (Agnipath)’ নামক একটি ছবিতে অভিনয় করেছিলেন হৃত্বিক রোশন। ছবিতে প্রিয়াঙ্কা চোপড়া, সঞ্জয় দত্ত, ক্যাটরিনা কাইফ ছাড়াও এক খুদে অভিনেত্রী দর্শকদের নজর কেড়েছিল। অভিনেত্রীর নাম কণিকা তিওয়ারি (Kanika Tiwari)। ছবিতে হৃত্বিকের বোনের চরিত্রে অভিনয় করেছিলেন কণিকা। আর মাত্র ১৫ বছর বয়সেই দুর্দান্ত অভিনয় করেছিলেন অভিনেত্রী।
যেমনটা জানা যায় মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে জন্মগ্রহণ করেছিলেন অভিনেত্রী। বিখ্যাত টেলিভিশন অভিনেত্রী দিব্যাঙ্কা ত্রিপাঠীর কাজিন হন কণিকা। অগ্নিপথ ছবির সময় প্রায় ৬০০০ মেয়ে অডিশন দিয়েছিল চরিত্রটির জন্য। তাঁর মধ্যে থেকে তাঁকে বেছে নেওয়া হয়েছিল। ১৫ বছরের কণিকা সেই সময় মাধ্যমিকের জন্য পড়াশোনা করছিলেন। সেই সময়েই বললিউডের ছবিতে অভিনয়ের সুযোগ মেলে।
ছবিতে অভিনয়ের পর কেটে গিয়েছে ৯টা বছর। অগ্নিপথ ছবি ছোট্ট কণিকা আজ অনেকটাই বড় হয়ে গিয়েছেন। এমনকি তাঁর গায়ের রং পর্যন্ত বদলে গিয়েছে। সময়ের সাথে আরও বেশি গ্ল্যামারাস ও উজ্জল্যে ভরপুর হয়ে উঠেছেন অভিনেত্রী। আজকালকার ইয়াং জেনারেশনের মত সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় অভিনেত্রী। সেখানে মাঝে মধ্যেই নিজের ছবি শেয়ার করেন।
বর্তমানে ২৬ বছরের তরুণী কণিকা। তাঁর ছবি সোশ্যাল মিডিয়াতে রীতিমত ভাইরাল হয়ে পরে। তাছাড়া দিনে দিনে দেখতেও ব্যাপক সুন্দরী হয়ে গিয়েছেন কণিকা। সৌন্দর্যে বলি সুন্দরীদের থেকে কোনো অংশেই কম যান না তিনি। অগ্নিপথ ছবিতে অতিসাধারণ দেখতে লাগলেও আজ কণিকার ছবি দেখলে রীতিমত ঘুম উড়তে বাধ্য পুরুষ অনুগামীদের।
প্রসঙ্গত, অগ্নিপথ ছবির পরেই থেমে যায়নি ফিল্মি কেরিয়ার। বরং দক্ষিণী ইন্ডাস্ট্রিতে একাধিক তেলেগু, তামিল ও কন্নড় ছবিতে অভিনয় করেছেন তিনি। আর বর্তমানে বিটাউনের বোল্ড বিউটিদের তালিকায় আছেন কণিকা। কখনো বাঘছাল পোশাকে তো কখনো স্বল্প পোশাকে বোল্ড লুকে ধরা দেন অভিনেত্রী। যা ভাইরাল হতে খুবই কম সময় লাগে।