• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পাল্টে ফেলে সমাজের নিয়ম! স্বামীর ভাত কাপড়ের দায়িত্ব নেবে উমা, আজগুবি গল্পে ক্ষেপে লাল দর্শক

Published on:

উমা,Uma,অভি,Avi,মামনি,Mamoni,ভাত কাপড়,Bhat Kapor

সিরিয়ালের বয়স বেশীদিন না হলেও অল্প কয়েকদিনের সিরিয়াল প্রেমীদের বেশ পছন্দের সিরিয়াল হয়ে উঠেছে জি বাংলার নতুন সিরিয়াল ‘উমা’ (Uma)। একেবারে মধ্যবিত্ত পরিবারের মেয়ে উমার ক্রিকেটার হওয়ার স্বপ্নকে কেন্দ্র করে তৈরি হয়েছে এই সিরিয়াল। উমা চরিত্রের অভিনেত্রী শিঞ্জিনী চক্রবর্তী (Shinjinee Chakraborty) ইতিমধ্যেই নিজের অভিনয় গুণে মন জয় করেছেন দর্শকদের।

আর এই সিরিয়ালের প্রতি দর্শকদের ভালোবাসা ধরা পড়ে প্রতি সপ্তাহের টি আরপি রেটিংয়ে। যার ফলে প্রতি সপ্তাহেই টিআরপি চার্টের একেবারে শুরুর দিকে থাকে এই সিরিয়াল। তাই এই সিরিয়ালের প্রতি দিনে দিনে বেড়ে চলেছে দর্শকদের চাহিদা। আর দর্শকদের সেই চাহিদা পূরণে প্রতি সপ্তাহেই এই ‘উমা’ সিরিয়ালে থাকছে নতুন চমক।

উমা,Uma,অভি,Avi,মামনি,Mamoni,ভাত কাপড়,Bhat Kapor

 

প্রসঙ্গত কিছুদিন আগেই একেবারে নাটকীয়ভাবে উমার সাথে বিয়ে হয়েছে অভির। তবে অভির পরিবারের বেশিরভাগ সদস্য উমাকে বাড়ির বৌ হিসেবে মেনে নিলেও, এই বিয়েতে একেবারে মত নেই অভিমন্যুর বাবা এবং মামনি অর্থাৎ পিসির। অন্যদিকে উমাকে একের পর এক বিপদে ফেলতে আচার্য বাড়িতে এসে হাজির হয় আলিয়া আর তার মা।

উমা,Uma,অভি,Avi,মামনি,Mamoni,ভাত কাপড়,Bhat Kapor

আর আচার্য বাড়িতে পা রাখতেই উমাকে মামনির চোখে আরও খারাপ করে তুলতে কালরাত্রির দিন নতুন ফন্দি আঁটে তারা। নাটক করে অভির ঘরে আগুন লেগেছে বলে চিৎকার করে তারা। কিন্তু আলিয়ার সমস্ত প্লান ভেস্তে দিয়ে কালরাত্রির নিয়ম মানতে উমার চোখে কাপড় বেঁধে দেয় অভি। এরপরেই পরের দিন সকালে ভাত কাপড়ের অনুষ্ঠানে ফের দেখা যায় নতুন চমক।

উমা,Uma,অভি,Avi,মামনি,Mamoni,ভাত কাপড়,Bhat Kapor
এমনিতে আমাদের সমাজের প্রচলিত প্রথা অনুযায়ী বেশীরভাগ ক্ষেত্রেই দেখা যায় ছেলেরাই বৌদের ভাত কাপড়ের দায়ীত্ব নেয়। কিন্তু এবার সমাজের চিরাচরিত সেই প্রথা ভেঙে অভি নয় উল্টে উমা অভির ভাত কাপড়ের দায়িত্ব নেবে বলে জানিয়ে দেয়। উমার এমন স্পর্ধা দেখে তার ওপর ক্ষোভে ফেটে পড়ে অভির মামনি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥