• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ডিভোর্সের পরেও একই ছাদের তলায় ধনুষ-ঐশ্বর্য, হায়দ্রাবাদেই রাত কাটাচ্ছেন দুজনে,উচ্ছসিত ভক্তরা

Published on:

রজনীকান্ত,Rajnikant,ঐশ্বর্য,Aishwariya,ধনুষ,Dhanush,Separation,বিচ্ছেদ,Controversy,জল্পনা

বিনোদন জগতে সেলিব্রেটিদের কাছে বিয়ে আর বিচ্ছেদ যেন জলভাত। মাত্র কদিন আগেই সবাইকে রীতিমতো অবাক করে দিয়ে দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনে দাঁড়ি টেনেছেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের (Rajnikant) মেয়ে ঐশ্বর্য (Aishwariya) এবং জামাই ধনুষ(Dhanush)। উল্লেখ্য ঐশ্বর্য এবং ধনুষ দুজনেই দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম পরিচিত নাম।

তাদের এই বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসতেই রীতিমতো মুষড়ে পড়েছিলেন অনুরাগীরা। তবে শুধু অনুরাগীরাই নন ধনুষ ঐশ্বর্যর বিবাহ বিচ্ছেদ নিয়ে চিন্তিত ভাঁজ দেখা দেয় স্বয়ং থালাইভা রজনীকান্তের কপালেও। পরিস্থিতি এমন দাঁড়ায় যে ছেলে বৌমার বিয়ে নিয়ে মুখ খোলেন ধনুষের বাবা তথা পরিচালক কস্তুরী রাজা।

রজনীকান্ত,Rajnikant,ঐশ্বর্য,Aishwariya,ধনুষ,Dhanush,Separation,বিচ্ছেদ,Controversy,জল্পনা

তবে বিচ্ছেদের জল্পনা উড়িয়ে দিয়ে তিনি দাবি করেছিলেন, এটা শুধুমাত্র পারিবারিক অশান্তি, আর পাঁচটা দাম্পত্য কলহের মতো। তবে তারা আলাদা হতে চেয়েছেন কিন্তু এখনও আইনি প্রক্রিয়া চালু হয়নি। সেইসাথে তিনি জানান এপ্রসঙ্গে তিনি ছেলের সঙ্গে কথা বলবেন।

রজনীকান্ত,Rajnikant,ঐশ্বর্য,Aishwariya,ধনুষ,Dhanush,Separation,বিচ্ছেদ,Controversy,জল্পনা
অন্যদিকে মেয়ে জামাইয়ের ঘর ভাঙার খবর পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন স্বয়ং রজনীকান্তও। তাদের অশান্তি মেটাতে উদ্যোগী হন রজনীকান্ত নিজেই। তিনি তড়িঘড়ি মেয়ে জামাইয়ের সঙ্গে কথা বলতে যান,কিন্তু সেসময় বাড়িতে উপস্থিত না থেকেই রজনীকান্তকে এড়িয়ে যান ধনুষ।

 

রজনীকান্ত,Rajnikant,ঐশ্বর্য,Aishwariya,ধনুষ,Dhanush,Separation,বিচ্ছেদ,Controversy,জল্পনা

তবে বিচ্ছেদের পরেও ছাদ আলাদা হয়নি ধনুষ ঐশ্বর্যর। যদিও বিচ্ছেদের ঘোষণার সময়েই তাঁরা জানিয়েছিলেন যে তাঁদের এটি যৌথ সিদ্ধান্ত। তাঁরা আলাদা হলেও দুই ছেলে যাত্রা ও লিঙ্গাকে একইসঙ্গে দেখভাল করবেন দুজনে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী খবর বর্তমানে একটি গান শুট করতে হায়দ্রাবাদের রামোজি ফিল্মসিটিতে গিয়েছেন এই সদ্য প্রাক্তন জুটি। সেখানে সিতারা হোটেলে একই রুমে রয়েছেন তারা। এতেই ফের আশায় বুক বাঁধছেন তাদের ভক্তরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥