টলিউডের অভিনেতা অভিনেত্রীদের নিয়ে বাঙালি নেটিজেনদের মধ্যে চর্চার অন্ত নেই। তারকাদের প্রেমের সম্পর্কের চুলচেরা বিশ্লেষণ হামেশাই চলে নেটপাড়ায়। কখনো প্রশংসা তো কখনো কটাক্ষ, তবে দেখতে গেলে কটাক্ষটাই বেশি হয়। টলিপাড়ার জুটি শ্রুতি দাস (Shruti Das) ও স্বর্ণেন্দু সমাদ্দার (Swarnendu Samaddar), দুজনের প্রেম নিয়ে অনেকেই কটাক্ষ করেন। তবে সেসবের ধার ধারেন না অভিনেত্রী, সম্প্রতি সেটাই বুঝিয়ে দিলেন সোশ্যাল মিডিয়াতে।
‘দেশের মাটি’ সিরিয়ালে জেরে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী শ্রুতি দাস। তবে জনপ্রিয়তার পাশাপাশি নেটিজেনদের একাংশের থেকে কটূক্তি থেকে শুরু করে গায়ের রঙের জন্য অশ্লীল মন্তব্যের শিকার হতে হয়েছিল অভিনেত্রীকে। যদিও প্রথমে পাত্তা দেননি, তবে শেষে অতিরিক্ত পর্যায়ে যেতেই যোগ্য জবাব দিয়েছিলেন তিনি। অভিনেত্রী সিরিয়ালের প্রযোজক স্বর্ণেন্দু সমাদ্দারের সাথেই প্রেম করেন।
তাঁদের প্রেম নিয়েও অনেকেই নিজেদের কটাক্ষ জনক মন্তব্য প্রকাশ করেছিলেন। তবে এবার তাদের সকলের উদ্দেশ্যে একটি বার্তা দিলেন অভিনেত্রী। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও শেয়ার করেছেন শ্রুতি। ভিডিওতে স্বর্ণেন্দুর কাঁধে মাথা রেখে কখনো গাল টিপে খুনসুটি তো কখনো আদর করতে দেখা যাচ্ছে তাঁকে। যদিও ভিডিওটি সাদা কালো তবে ভিডিওটি ইতিমধ্যেই বেশ মনে ধরেছে নেটিজেনদের।
View this post on Instagram
ভিডিওটি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ‘ বয়স তো একটা সংখ্যা মাত্র। আমি গর্বিত জীবন সঙ্গী হিসাবে একজন ৪০ বছরের মানুষকে পেয়ে। ও কখনো বন্ধু, কখনো শিক্ষক, কখনো গাইড তো কখনো প্রেমিক আবার আমার স্বামী থেকে সন্তান সব কিছুই। সমস্ত কটূক্তি, নোংরা মন্তব্য মৃত্যুকামনা পেরিয়েও ওকেই ভালোবাসি’।
শ্রুতির শেয়ার করা এই ভিডিওটি বেশ ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। নেটিজেনদের অনেকেই ভিডিও দেখে দুজনের জুটিকে মিষ্টি জুটি বলে আগামী দিনের জন্য অনেক শুভেচ্ছা জানিয়েছেন। প্রসঙ্গত, নিন্দুকদের উদ্দেশ্যে এই প্রথমবার সরব হননি শ্রুতি। এর আগেও একাধিকবার যোগ্য জবাব দিয়েছিলেন অভিনেত্রী।