• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দুর্দান্ত গানে দাদাগিরির মঞ্চ মাতালেন উজ্জয়িনী, সিধু আর সুরজিৎ, শুনে মুগ্ধ স্বয়ং সৌরভ

Published on:

Dadagiri,দাদাগিরি,Sourav Ganguly,সৌরভ গাঙ্গুলি,Sidhu,সিধু,Surajit,Ujjayini,উজ্জয়িনী

করোনা আবহের মধ্যেই সমস্ত প্রোটোকল মেনে দর্শকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে গত বছরের প্রায় শেষের দিকেই শুরু হয়েছে দাদাগিরি সিজন ৯ (Dadagiri Season 9)। প্রতি বারের মতো এবারেও প্রতি সপ্তাহের শেষে দর্শকদের জন্য মনোরঞ্জনের ডালি নিয়ে হাজির হয়ে থাকেন সকলের প্রিয় দাদা সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly)।

২২ গজের ময়দান হোক কিংবা টিভির পর্দা মহারাজের উপস্থিতি মানেই এক অদ্ভুত মুগ্ধতা কাজ করে সকল ভক্তদের মনের মধ্যে। গতকাল অর্থাৎ শনিবার ফের একবার দাদাগিরির এক জমজমাট পর্ব নিয়ে হাজির হয়েছিলেন সৌরভ। গানে-গল্পে-আড্ডায়-আড্ডায় সপ্তাহের শেষে জমে উঠেছিল দাদাগিরি। গতকাল দাদাগিরির মঞ্চে হাজির হয়েছিলেন বাংলার বিখ্যাত গায়ক সিধু, সুরজিৎ এবং উজ্জয়িনী সহ ৩ জনপ্রিয় টেলি অভিনেতা,অভিনেত্রী।

Dadagiri,দাদাগিরি,Sourav Ganguly,সৌরভ গাঙ্গুলি,Sidhu,সিধু,Surajit,Ujjayini,উজ্জয়িনী

আজ চ্যানেল কর্তৃপক্ষের তরফে সোশ্যাল মিডিয়ার পেজে এই পর্বের একটি ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে স্বয়ং সৌরভ গাঙ্গুলির পাশে দাঁড়িয়ে একের পর গান গেয়ে চলেছেন সিধু, উজ্জয়িনী এবং সুরজিৎ।এদিন জি বাংলার শেয়ার করা দাদাগিরির এই বিশেষ পর্বের ভিডিও তে দেখা যাচ্ছে প্রথমেই ‘তোমার ঘরে বসত করে কয়েকটি জনা।’ গান ধরে উজ্জ্বয়িনী।

Dadagiri,দাদাগিরি,Sourav Ganguly,সৌরভ গাঙ্গুলি,Sidhu,সিধু,Surajit,Ujjayini,উজ্জয়িনী

আর পাশে দাঁড়িয়ে গিটারে সুর তুলতে থাকেন সুরজিৎ। আর উজ্জ্বয়িনীর গান শেষ হতেই জনপ্রিয় গান ‘তুমিও বোঝো আমিও বুঝি’ গেয়ে ওঠেন সিধু। একের পর এক দুর্দান্ত সব গান শুনে মুগ্ধ হয়ে যান খোদ সৌরভ গাঙ্গুলি। এরপরই সুরজিৎও তার বিখ্যাত গান রঙ্গবতি গেয়ে ওঠেন।


এই ভিডিও তে সবশেষে দেখা যায় সৌরভ নিজে উজ্জয়িনী কে তার বিখ্যাত গান চুপি চুপি রাত গাইতে অনুরোধ করেন। এরপরেই দাদার অনুরোধে সেই জনপ্রিয় গান গেয়ে ওঠেন উজ্জয়িনীও। উল্লেখ্য দাদাগিরির মঞ্চে এদিন ব্যাক টু ব্যাক দুর্দান্ত সব গান শুনে সৌরভ গাঙ্গুলির মতোই দারুন খুশি হয়ে যান দর্শকরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥