• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ওস্তাদজির শাস্তির ঠ্যালায় অসুস্থ পিলু! ছাত্রীর হাল দেখে অনুশোচনা আহিরের

Updated on:

আহির,Ahir,Pilu,জ্বর,Fever,শাস্তি,Punishment

গত বছর থেকেই বাংলা বিনোদন জগতে সামিল হয়েছে একের পর এক নতুন ধারাবাহিক। সদ্য জি বাংলার পর্দায় শুরু হয়েছে এমনই একটি নতুন সিরিয়াল পিলু (Pilu)। গানের সুরেই মিষ্টি প্রেমের গল্প নিয়ে হাজির হয়েছেন সঙ্গীতপ্রেমী নায়ক নায়িকা আহির আর পিলু। তাই শুধু প্রেম নয় এই ধারাবাহিকে বিশেষ গুরুত্ব পেয়েছে গান।

ইতিমধ্যেই সিরিয়ালে দেখা গিয়েছে শহরের খ্যাতনামা সঙ্গীত শিল্পী আদিত্য নারায়ণের প্রিয় ছাত্র আহির। তার জীবনে সঙ্গীত চর্চাই হল একমাত্র ধ্রুব সত্য। গান ছাড়া কিছুই ভাবতে পারে না গুরুজির এই প্রিয় ছাত্র। সিরিয়ালে দেখা যাচ্ছে গুরুজির অন্ত প্রাণ আহির অনেক ছোট থেকেই গুরুগৃহে থেকে গান শিখছে। তাই গুরুজির মতোই তার কাছে গানে মানে সাধনা, কঠোর অনুশাসনে বাধা জীবনেই অভ্যস্ত হয়ে উঠেছে সে।

Zee Bangla New Serial Pilu cast real names

এই সিরিয়ালের নায়িকা পিলুর চরিত্রে অভিনয় করছেন ‘ডান্স বাংলা ডান্স’ খ্যাত প্রতিযোগি মেঘা দাঁ (Megha Dawn)। তার সাথেই জুটি বেঁধে আহির চরিত্রের হাত ধরে সিরিয়ালে কামব্যাক করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা গৌরব রায় চৌধুরী (Gourab Roy Chowdhury)। ইতিমধ্যেই সিরিয়ালে দেখা গিয়েছে ঘটনাচক্রে পিলুই হল জনপ্রিয় সঙ্গীত শিল্পী আদিত্য নারায়ণের মেয়ে।

আহির,Ahir,Pilu,জ্বর,Fever,শাস্তি,Punishment

কিন্তু এখনও পর্যন্ত তারা কেউই একে অপরের আসল পরিচয় জানে না। এসবের মধ্যেই সিরিয়ালে দেখা গিয়েছে আহিরের সাথেই এই আদিত্য নারায়ণের গুরুকূলে গান শিখতে এসেছে পিলু। আর গানের পরীক্ষার প্রথম ধাপে পাশ করে গুরুকূলে থেকে আহিরের কাছে গান শেখারও অনুমতি পেয়ে যায় সে। প্রথম দিনেই পিলুর গান শুনে দারুন প্রশংসা করেছেন সবাই।

আহির,Ahir,Pilu,জ্বর,Fever,শাস্তি,Punishment

তবে সবাই পিলুর গান শুনে মুগ্ধ হলেও তাকে একেবারেই সহ্য করতে পারছে না গুরুজির মেয়ে রঞ্জা। তাই আহিরের কাছে বকা খেয়ে সমস্ত রাগ পিলুর ওপর দেখিয়ে পিলুর গালেই সপাটে চড় কষিয়ে দেয় সে। এরপর পিলুকে গানের রেওয়াজ না করা আর সবাইকে কৎবেল খাওয়ানোর শাস্তি দেয় আহির।সেই শাস্তি পালন করতে গিয়েই বৃষ্টিতে ভিজে জ্বর চলে আসে পিলুর। আর পিলুর এমন অবস্থা দেখে মনে মনে অনুশোচনা করতে শুরু করে আহির।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥