মুক্তির পর থেকেই বক্স অফিস কাঁপাচ্ছে আল্লু অর্জুনের (Allu Arjun) সুপার ডুপার হিট সিনেমা পুষ্পা (Pushpa)। এসবের মধ্যেই দেশ জুড়ে ক্রমশ চওড়া হচ্ছে করোনার থাবা। ইতিমধ্যেই দেশের একাধিক রাজ্যে বন্ধ করে দেওয়া হয়েছে সিনেমা হল। অনেক জায়গায় ৫০ শতাংশ নিয়ে খোলা হচ্ছে হলগুলি। কিন্তু করোনা কোনো ভাবেই বাধা হয়ে দাঁড়াতে পারেনি পুষ্পার বক্স অফিস কালেকশনে।
উল্লেখ্য মালয়ালম, কন্নড়, তেলেগু, তামিল এবং হিন্দি এই পাঁচটি ভাষাতেই ব্যাপক সাফল্য পেয়েছে এই সিনেমা। ছবিতে আল্লু অর্জুনের কথা বলার স্টাইল থেকে মারামারির দৃশ্য ব্যাপক প্রশংসা কুড়িয়েছে দর্শকদের। তবে দর্শকদের বিপুল প্রশংসা কুড়ালেও এই ছবির মধ্যে থেকে গিয়েছে বেশ কিছু ছোটো অথচ মারাত্মক ভুল। আজ বং ট্রেন্ডের পাতায় উল্লেখ করা হল এই সিনেমার এমনই ৫ টি বিরাট ভুল।
১)পুষ্পার সবচেয়ে বড় ভুল রয়েছে সেই দৃশ্যে যেখানে পুষ্পা লাল চন্দনের কাঠ জলে ফেলে দেয়। আসলে এই ঘটনার উপরেই তৈরি হয়েছে পুরো সিনেমা। প্রসঙ্গত আন্তর্জাতিক বাজারে লাল চন্দনের দাম কোটি টাকা। ভারতের লাল চন্দনের চাহিদা সবচেয়ে বেশি চীনে। উল্লেখ্য এই লাল চন্দন হল এমন একটি কাঠ যার ছোট টুকরোও জলে ডুবে যায়। এর গুণাগুণও একইভাবে স্বীকৃত কিন্তু ছবিতে দেখানো হয়েছে যে নদীতে চন্দন কাঠ ভাসছে। তাই ছবিতে দেখানো লাল চন্দন কাঠ অবশ্যই ফাইবারের ছিল।
২) এবার সেই দৃশ্যটি মনে করুন যেখানে পুষ্পা পুলিশের হাত থেকে পালানোর সময় ট্রাকটিকে উড়িয়ে দেয় এবং একটি গর্তে ফেলে দেয়। পুষ্পা যে গর্তে ট্রাকটি ফেলে ছ সেটা রাস্তার পাশেই। অথচ রাস্তার পাশেই থাকা এত বড় গর্ত চোখেই পড়েনি পুলিশের।এমনকি কাঁচা রাস্তাতেও ট্রাকের টায়ারের দাগ ছিল না। এরপর ট্রাক খুঁজে বের করার চেষ্টা না করেই তাকে সোজা গাড়িতে নিয়ে যায়। দৃশ্য টি দেখার সময় সবাই হাততালি দিলেও বিষয়টি আদৌ কতটা যুক্তি সাপেক্ষ তা একবার ভেবে দেখুন।
৩)এছাড়া ছবির একটি দৃশ্যে পুষ্পাকে একটি চলন্ত ট্রাকের বনেটের ওপর দিয়ে হাঁটতে দেখা যাচ্ছে। সিনেমার দৃশ্যে চলন্ত ট্রাক দেখানো হলেও, ট্রাকের ভিতরে কোন চালক ছিল না। যা দেখে প্রশ্ন জাগে তাহলে ট্রাকটি, কীভাবে চলছে ।
৪) এই ছবির একটি দৃশ্যে দেখানো হয়েছে পুষ্পার বন্ধু কেশব গাড়ির দরজা খুলতে পারছে না। আর পরের দৃশ্যেই তাকে একটি নতুন মারুতি গাড়ি চালাতে দেখা যাচ্ছে। ভাববার বিষয় হল এই যে গাড়ির দরজা খুলতে জানে না সে কীভাবে গাড়ি চালাতে পারে। উল্লেখ্য এই দৃশ্যটি একেবারেই নিখুঁত হয়নি।
৫)এছাড়া পুষ্পা যখন শ্রীনুর শ্যালক মোগলিসকে জলে মেরে ফেলে, তখন সেও জলে মোটরসাইকেল চালাতে শুরু করে কিন্তু নদীতে তো বড় বড় পাথর থাকে। তাহলে সেখানে এমন অবাস্তব দৃশ্য কীভাবে সম্ভব হচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠবে যে কারও মনে।