শীত পড়তেই অর্থাৎ গতবছর থেকেই বিটাউনে সুখবরের ছড়াছড়ি। একে একে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন একাধিক সেলিব্রেটি জুটি। সেইসাথে অনেক সেলিব্রেটি জুটিদের ঘরে এসেছে নতুন সদস্য। তেমনই গত বছরের নভেম্বরেই নিজের প্রেগন্যান্সি টেস্টের ভিডিও শেয়ার মা হওয়ার খবর দিয়েছিলেন জনপ্রিয় টেলিভিশন জগতের জনপ্রিয় কৌতুক অভিনেত্রী ভারতী সিং (Bharti Singh)।
এই মুহূর্তে ছয় মাসের গর্ভবতী ভারতী। মিডিয়া রিপোর্ট অনুযায়ী খবর আগামী এপ্রিল মাসেই ভূমিষ্ঠ হতে চলেছে তাঁর সন্তান। উল্লেখ্য ভারতী ২০১৭ সালে বিয়ে করেছিলেন হর্ষ লিম্বাচিয়াকে (Harsh Limbachiya) ৷ ভারতী যেমন দুর্দান্ত কমেডিয়ান, হর্ষ একজন স্ক্রিপ্ট রাইটার। তাদের জুটি অনুরাগীদের মধ্যে বেশ জনপ্রিয়। প্রসঙ্গত ভারতী বর্তমানে গর্ভবতী অবস্থাতেই হুনরবাজ: দেশ কি শান’-এর নামে কালারস টিভির একটি অনুষ্ঠানের সঞ্চালনা করছেন।
মা হওয়ার খবর জানানোর পরেই ভারতী দাবি করেছিলেন তিনিই ভারতের প্রথম অন্তঃসত্ত্বা সঞ্চালিকা। প্রসঙ্গত ভারতী এবং হার্ষ বর্তমানে যে রিয়ালিটি শোয়ের সঞ্চালনা করছেন সেই শোয়ে বিচারকের আসনে রয়েছেন স্বয়ং মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। আর সেই সুবাদেই ভারতীর মজার কান্ড কারখানা থেকে রেহাই পাননি স্বয়ং মহাগুরুও।
উল্লেখ্য কিছুদিন আগেই ভারতী ও হর্ষ শোয়ের মাঝে মিঠুনের মতো বর্ষীয়ান অভিনেতার পা ছু্ঁয়ে প্রণাম করেছিলেন, তখন মিঠুন ভারতীকে আশীর্বাদ করার সময় বলেছিলেন, ভারতীকে দেখে তাঁর কোনোদিন মনে হয়নি তিনি অন্তঃসত্ত্বা হতে পারেন। স্বভাবতই বর্ষীয়ান অভিনেতার এই কথায় আঘাত পেয়েছিলেন ভারতী ও হর্ষ।
আর সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেই ভিডিওতে দেখা যাচ্ছে ভারতী মিঠুনের গাল টিপে দিচ্ছেন। অনেকে বলছেন ভারতী এভাবে মজার ছলে মিঠুনের গাল টিপে আসলে পুরনো কথার প্রতিশোধ নিলেন। কিন্তু আদতে তেমনটা নয়। বিষয়টি নেহাতই মজা করে ঘটিয়েছেন ভারতী। কারণ ওই ভিডিওর ক্যাপশনে ভারতী লিখেছেন ‘আমার সবসময়ের প্রিয় মিঠুন চক্রবর্তী।’
View this post on Instagram