এই প্রথমবার ‘পায়খানা’ নিয়ে তৈরি হতে চলেছে আস্ত একটা ছবি। ছবির নাম ‘গু কাকু’, ইংরেজিতে যাকে বলে ‘দ্য পটি আঙ্কেল’। এই ছবির প্রেক্ষাপট প্রহসন বা সোশ্যাল স্যাটায়ার। ইতিমধ্যেই ছবির পোস্টার প্রকাশ্যে এসেছে। চোখ ধাঁধানো কাস্ট নিয়ে এই ছবি আসছে।
ছবির পটভূমিকায় রয়েছে নব্বইয়ের দশকের এক মফস্বল। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন বাংলাদেশের মোশারফ করিম। গু কাকু বা পটি আঙ্কেলের ভূমিকায় তাকেই দেখা যাবে কিনা, সে বিষয়ে যদিও এখনও কোনোও নিশ্চয়তা মেলেনি।
ভূতের ভবিষ্যতের ১০ বছর উপলক্ষে মোজো প্রোডাকশনস এই হটকে ছবি নিয়ে আসছে। যে কথা লোকসমাজে উচ্চারণ করতেই মানুষ লজ্জা পায় এবার তা নিয়েই তৈরি হচ্ছে সিনেমা। বলিউডের ছবি ‘পিকু’ তে আগেই এমন কাজ দেখা গিয়েছে। কিন্তু টলিউডে এসব নৈব নৈব চ। এই সমাজ বর্জিত শব্দ নিয়ে পরিচালক মণীশ বসু বানাচ্ছেন গু কাকু।
মোশারফ করিম ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করবেন পরান বন্দোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী। এছাড়াও রয়েছেন তনুশ্রী চক্রবর্তী, শান্তিলাল মুখোপাধ্যায়, অপরাজিতা ঘোষ, সুস্মিতা চট্টোপাধ্যায়, পায়েল মুখোপাধ্যায়, জয়ী দেবরায়, বিশ্বজিৎ সরকার, অমিত সাহা, মিশমা হালিমের মতো শিল্পীরা।
ছবির কাহিনি মূলত নয়ের দশকের প্রেক্ষাপটে। মফস্বলের একজন ব্রাত্য, প্রান্তিক মানুষ গোটা জনগোষ্ঠীর জীবনকে প্রভাবিত করবে। অঞ্চলের অধিবাসীদের জন্য হ্যামলিনের বাঁশিওয়ালা হয়ে, একটি সুনির্দিষ্ট পথ দেখাবে সে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে গু কাকুর পোস্টার। চবি মুক্তির অপেক্ষায় দর্শকেরা।