কথায় বলে অতিরিক্ত লোভ কোরো না, অতিলোভে পাপ আর পাপে মৃত্যু অনিবার্য। এই কথা যুগে যুগে বহুবার ফলিত হতে দেখা গিয়েছে তবে পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা নিজেদের লোভ সংবরণ করতে পারে না। আর মানুষের মত পশুপাখিদের মধ্যেও অতিরিক্ত লাভার প্রবৃত্তি লক্ষ্য করা যায়।
সোশ্যাল মিডিয়াতে (social media) প্রতিদিনই অনেক ভিডিও ভাইরাল (viral video) হতে দেখা যায়। যা দেখে কখনো অবাক হয়ে যেতে হয় তো কখনো আবার ভয় পেয়েও যেতে হয়। সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়ে গিয়েছে। যেখানে এক ভয়ংকর সাপের অতিরিক্ত লাভার পরিণতি দেখা যাচ্ছে। যেটা দেখে যে কেউ ভয় পেয়েও যেতে পারেন আবার শিক্ষাও পেতে পারেন।
ভিডিওটি দেখে যেমনটা বোঝা যাচ্ছে কোনো এক ব্যক্তি তাঁর বাড়িতে বেশ কিছু মুরগি পালন করেছেন। আর মুরগিদের জন্য আলাদা ছোট ছোট ঘর মত বানিয়ে রেখেছেন ওই ব্যক্তি। রাতের অন্ধকারে সেই মুরগির ডিম চুরি করে খাবার জন্য হাজির হয়েচিল এক বিষধর সাপ। আর ডিম খাবার আগে মুরগিটিকেই মেরে ফেলেছে সাপটি।
মুরগিকে মেরে মহানন্দে সাপটি ডিম খেতে শুরু করেছিল। কিন্তু অতিরিক্ত খেতে গিয়ে শেষমেষ ডিম মুখে নিয়েই মৃত্যু হয়েছে সাপটির। ওই ব্যক্তি সকালে মুরগির ঘরে গিয়ে এই কান্ড দেখতে পান। তিনি দকেহেন ঘরে মুরগিটি একদিকে মরে পরে আছে। আর ঠিক তাঁর পাশেই পরে রয়েছে মরা সাপটিও। সাপটিকে তুলে ধরতেই দেখা গেল তাঁর মুখের মধ্যে রয়েছে একটা মুরগির ডিম।
https://youtu.be/OVjOL0ET1Xk
সুতরাং বোঝাই যাচ্ছে ডিম খেতে গিয়েই মৃত্যু হয়েছে সাপটির। এরপর মুরগি ও সাপটিকে ঘর থেকে বের করে আনেন ওই ব্যক্তি। বের করে আনতে দেখা যায় সাপটির মুখে একটি নয় বরং দুটি ডিম রয়েছে। আর অতিরিক্ত খাবার লোভেই মারা গিয়েছে সাপটি। ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা হলে বেশ ভাইরাল হয়ে পড়েছে।