আজকের দিনে বিনোদন জগতের অত্যন্ত পরিচিত নাম হল কপিল শর্মা। তার নাম মুখে আসতেই সবার প্রথমে যে কথাটি মাথায় আসে তা হল কমেডি। প্রতি সপ্তাহেই দমফাটা হাসির ফোয়ারা নিয়ে দর্শকদের মনোরঞ্জন করতে দ্য কপিল শর্মা শো নিয়ে হাজির হন এই কৌতুক অভিনেতা। কমেডি শোয়ের পাশাপাশি খুব শিগগিরই ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে ডেবিউ করতে চলেছেন কপিল।
আগামী ২৮ জানুয়ারি তাকে দেখা যাবে নেটফ্লিক্সের ‘আই অ্যাম নট ডান ইয়েট’-শোতে। এসবের মধ্যেই একটি খোলামেলা সাক্ষাৎকারে অতীতের বেশ কিছু ঘটনার স্মৃতিচারণা করেছেন কপিল। আজকের দিনে কপিল বলিউডের একজন খ্যাতনামা শিল্পী। একসময় যে জীবনের স্বপ্ন দেখতেন আজ সেই জীবন চুটিয়ে উপভোগ করেন কপিল।
কিন্তু আজকের এই সাফল্য একদিনে আসনি। তার পিছনে রয়েছে কপিলের এক সময়ের কঠিন লড়াই। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই সংগ্রামের দিনগুলির কথাই বলেছেন কপিল। সেই কথা প্রসঙ্গেই নিজের জীবনের একাধিক গোপন তথ্য ফাঁস করেছেন কপিল। অভিনেতা জানান জীবনে প্রথম থেকেই কৌতুক অভিনেতা হওয়ার লক্ষ্য ছিল না তাঁর।
কপিলের কথায় , ‘লোকে শুনলে হয়ত হাসবে যে আমি প্রথমে বিএসএফ জওয়ান হওয়ার জন্য উঠেপড়ে লেগেছিলাম। সেখানে ব্যর্থ হওয়ার পর ভারতীয় সেনাবাহিনীতেও চেষ্টা করেছিলাম। সেখানেও কাজের কাজ কিছু হয়নি।’ সেইসাথে কমেডি কিংয়ের আরও সংযোজন, ‘আমার বাবা পুলিশে চাকরি করলেও গানবাজনা বেশ পছন্দ করতেন। বহু সুরকার-গায়কদের সঙ্গে তাঁর পরিচয় ছিল। ওঁদের সঙ্গে আমার আলাপ করিয়ে দিতেন। বাবা চেয়েছিলেন আমি জীবনে বড় বা সৃজনশীল কিছু করি।’
এরপরেই স্মৃতির পাতা হাতড়ে মুম্বাই শহরে আসার পর প্রথম দিনগুলোর কথা স্মরণ করে ককপিল জানান ‘প্রথম প্রথম তো গোটা মুম্বই চক্কর দিতাম বন্ধুদের সঙ্গে। এখানে নতুন ছিলাম তো তাই তেমন কোনও পরিকল্পনা ছিল না। শুধু ভাবতাম একদিন বেশ নামকরা, সফল মানুষ হবো। তাই বেশীরভাগ সময়টাই জুহু বিচেই কাটানোর সময় ভাবতাম সেখানে যদি নামি কোনও পরিচালককে দেখতে পেয়ে যাই, ব্যাস কেল্লা ফতে।’