• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বলিউডে আবারও দুঃসংবাদ! ফাঁকা বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী রেমো ডিসুজার শ‍্যালক

Published on:

Remo D Souza brother in law found dead in his mumbai house

২০২২ সালের শুরুটা যেন ভরে যাচ্ছে দুঃসংবাদে। এরপর এক মৃত্যুর খবর মিলছে বলিউড ইন্ডাস্ট্রি থেকে। সম্প্রতি রেমো ডিসুজার (remo d’souza) পরিবারে এল চরম দুঃসংবাদ। বাড়িতে আত্মঘাতী হয়েছেন রেমো ডিসুজার শ‍্যালক। বৃহস্পতিবারে তাঁর নিজের বাড়ি থেকেই উদ্ধার করা হয়েছে মৃতদেহ। আত্মহত্যা করেছেন এমনটাই দাবি করছেন রেমো ডিসুজার স্ত্রী লিজেল।

যেমনটা জানা যাচ্ছে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার মুম্বাইয়ের মিলাত নগরের বাড়ি থেকেই উদ্ধার হয়েছে রেমো ডিসুজার শ‍্যালক জেসন ওয়াটকিনসের (jason watkins) নিস্প্রাণ দেহ। হটাৎ করে যে এমন কিছু হতে পারে সেটা স্বপ্নেও ভাবতে পারেন নি কেউই। এদিন বাড়িতে বাবা ছিলেন কিন্তু ডায়ালিসিসের জন্য বাইরে গিয়েছিলেন। আর সেই সুযোগেই চরম সিদ্ধান্তটা নিয়ে ফেলেছেন জেসন।

কেন আত্মঘাতী হয়েছিলেন তিনি সেটা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে তদন্ত শুরু করেছেন ওশিওয়ারা থানার পুলিশ। জানা যায় চার বছর আগেই লিজেল ও জেসনের মা প্রয়াত হয়েছেন। তারপর থেকেই ভেঙে পড়েছিল সে। বাবার সাথেই থাকত জেসন। এদিন বাবাই প্রথম বাড়ি ফিরে এই দৃশ্য দকেহে মেয়ে জামাইকে ফোন করে ডাকেন। জেসনকে উদ্ধার করে কুপার হাসপাতালে নিয়ে জেওয়া হয়েছিল। সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করেন ডাক্তারের।

Remo D Souza,Jason Watkins,Bollywood,Suiside,বলিউডের খবর,রেমো ডিসুজা,রেমো ডিসুজার শ্যালকের আত্মহত্মা

রেমো ডিসুজার স্ত্রী লিজেল নিজের ভাইয়ের এই সিদ্ধান্ত কিছুতেই মেনে নিতে পারছেন না। তাঁর মতে মায়ের চলে যাওয়াটাই মেনে নিতে পারেনি ভাই। কিন্তু তার জন্য এমন একটা সিদ্ধান্ত নেবে এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে ভাইয়ের একটি ছবিও শেয়ার করেছেন তিনি। ছবি শেয়ার করে প্রশ্ন রেখেছেন, ‘কিভাবে এটা করতে পারলি ভাই? কোনো দিন তোকে ক্ষমা করতে পারব না।

 

View this post on Instagram

 

A post shared by Remo Dsouza (@remodsouza)

প্রসঙ্গত, যেহেতু আকস্মিকভাবে মৃত্যু হয়েছে তাই তদন্ত শুরু করে দিয়েছে পালিশ। তবে জেসনের মৃত্যুকে  ‘অ্যাকসিডেন্টাল ডেথ রিপোর্ট’ দায়ের  করা হয়েছে। দেহকেও ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। স্ত্রী নিজের স্টোরিতে ভাইয়ের ছবি শেয়ার করার পর রেমো ডিসুজা নিজেও একটি ছবি শেয়ার করেছেন। যেখানে তিনি লিখেছেন, ‘তুমি আমাদের সবার মন ভেঙে দিয়ে চলে গেলে ভাই। আশা করি তুমি শান্তি খুঁজে পাবে’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥