বৈচিত্র্যে ভরপুর বাবুল সুপ্রিয়র (Babul Supriyo) জীবন। কখনও তিনি গায়ক, কখনও নেতা কখনও বা তিনি অভিনেতা। গত বছর বিধানসভা নির্বাচনের আগে আসানসোলের সাংসদ পদ ছেড়ে বাংলায় বিজেপির হয়ে নির্বাচন লড়েন তিনি। এরপর বছরের মাঝামাঝি সময় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়ে আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে বাবুল সুপ্রিয়র নাম। চমক দিতে বরাবরই পছন্দ করেন তিনি।
তবে এবার তিনি চমকে দিতে চলেছেন এক্কেবারে অন্য ভাবে। গায়ক, নেতা হওয়ার পর এবার ছোট পর্দায় নায়ক হিসেবে দেখা মিলবে ‘ অভিনেতা ‘ বাবুলের। তবে এই প্রথম যে তিনি অভিনয় করছেন এমনটা কিন্তু নয়। এর আগে বহুবার বড়পর্দায় অভিনয় করেছেন তিনি। ২০০৭ সালে তরুণ মজুমদার পরিচালিত ‘চাঁদের বাড়ি’-সিনেমায় ঋতুপর্ণা সেনগুপ্তর নায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন বাবুল। এরপর সৃজিত মুখার্জির বেশ কিছু ছবিতেও ক্যামিও চরিত্রে দেখা মিলেছে তার।
তবে প্রায় ১৪ বছর পর একেবারে ধামাকাদার কাম ব্যাক হচ্ছে বাবুলের। তবে এবার আর বড়পর্দায় নয়, বরং ছোটপর্দাতেই কামব্যাক করছেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo )। তাও কার নির্দেশে এই কাজ করছেন তিনি জানেন? মাস্টার মাইন্ড হচ্ছে টলিউডের আরেক নেতা তথা পরিচালক রাজ চক্রবর্তী।
শোনা যাচ্ছে, পরিচালক তথা বিধায়ক রাজ চক্রবর্তী প্রযোজনায় খুব শিগগিরই স্টার জলসায় নতুন ধারাবাহিকের নায়ক চরিত্র হয়ে ফিরবেন বাবুল৷ ধারাবাহিকে বয়স্ক নায়কের ভূমিকাতেই অভিনয় করবেন বছর একান্নর বাবুলকে। আর অসমবয়সী এই প্রেমের গল্পে বাবুলের বিপরীতে দেখা যাবে সাঝের বাতি খ্যাত অভিনেত্রী চারু ওরফে দেবচন্দ্রিমা সিংহকে।
শোনা যাচ্ছে, ইতিমধ্যেই এই নতুন জুটির লুক টেস্টিং ও হয়ে গিয়েছে। একেবারে এই ধারাবাহিকের পরতে পরতে যে চমক থাকবেই তা আর আলাদা করে বলার অপেক্ষা থাকেনা। বাবুল থাকছেন যখন গান ও থাকবে। নায়কের কন্ঠে গানও শোনা যানে ধারাবাহিকে। সেই দায়িত্বও সম্ভবত পালন করবেন সুরকার জিৎ গঙ্গোপাধ্যায়। এও শোনা যাচ্ছে, সিরিয়ালের কাহিনী ও চিত্রনাট্য লেখার জন্য মুম্বই থেকে আসছেন এক জনপ্রিয় চিত্রনাট্যকার।