গত বছর থেকেই বিনোদন জগতে একের পর এক আসতে শুরু করেছে নিত্যনতুন সিরিয়াল। সেইসাথে টিআরপি তলানিতে ঠেকায় ইতিমধ্যে শেষ হয়েছে একাধিক সিরিয়াল। টিভির পর্দায় একঘেয়ে সিরিয়ালের হাড্ডাহাড্ডি লড়াইয়ের ভীড়ে পাকাপোক্ত জায়গা করে নিয়েছে একাধিক নতুন সিরিয়াল।
নতুন বছরের শুরুতেই স্টার জলসার সিরিয়ালপ্রেমীদের মনোরঞ্জন করতে আসছে এমনই একটি নতুন সিরিয়াল ‘গুড্ডি’। উল্লেখ্য জনপ্রিয় লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়ের লেখা এই সিরিয়ালের নামকরণ করা হয়েছে নায়িকা গুড্ডির নামেই। এখনও পর্যন্ত খবর ম্যাজিক মোমেন্টসের প্রযোজনায় এই সিরিয়ালের পরিচালনার দায়িত্বে রয়েছেন শৈবাল বন্দ্যোপাধ্যায় (Saibal Banerjee) ।
উল্লেখ্য লীনা গাঙ্গুলী আর শৈবাল বন্দ্যোপাধ্যায়ের জুটি ইতিপূর্বে একাধিক জনপ্রিয় সিরিয়ালের জন্ম দিয়েছেন। তাই স্টার জলসার এই আসন্ন সিরিয়াল থেকে দর্শকদের প্রত্যাশা রয়েছে তুঙ্গে। প্রসঙ্গত ‘গুড্ডি’-র সঙ্গীত পরিচালনা করছেন দেবজ্যোতি মিশ্র (Debojyoti Mishra)।
সদ্য প্রকাশ্যে এসেছে এই সিরিয়ালের প্রোমো। সেখানে দেখা যাচ্ছে পাহাড়ে বেড়ে ওঠা গুড্ডি পুলিশ অফিসার হতে চায়। আর তার আদর্শ দায়িত্বশীল পুলিশ অফিসার অনুজ চট্টোপাধ্যায়। গুড্ডির স্কুলের শিক্ষিকা শিরিনের সঙ্গে অনুজের পরিচয় শৈশব থেকে। গুড্ডি তাকে দিদিয়া বলে ডাকে। শিরিনকে বিয়ে করতে চায় অনুজ। কিন্তু ঘটনাচক্রে গুড্ডির কাছাকাছি আসে অনুজ। যা দেখে মনে হচ্ছে ত্রিকোণ প্রেমের সম্পর্ক বাঁধা পড়তে চলেছে গুড্ডি ,অনুজ আর শিরিনের জীবন।
উল্লেখ্য এই সিরিয়ালের হাত ধরে দীর্ঘ ৯ বছর পর ফের ছোটপর্দায় ফিরছেন অভিনেতা রণজয় বিষ্ণু (Ranojoy Bishnu)। আইপিএস অফিসার অনুজ চট্টোপাধ্যায়ের চরিত্রে দেখা যাবে তাকে। এছাড়া গুড্ডির চরিত্রে দেখা যাচ্ছে শ্যামৌপ্তি মুদলি (Shyamoupti Mudly), এবং শিরিনের চরিত্রে দেখা যাচ্ছে মধুরিমা বসাক (Madhurima Basak)-কে। এছাড়াও সিরিয়ালে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অম্বরিশ ভট্টাচার্য। তিনি এই সিরিয়ালে ‘ঐ উজ্জ্বল দিন’ গানটি গেয়েছেন।
View this post on Instagram