বলিউডের খিলাড়ি অভিনেতা অক্ষয় কুমার (Akshay Kumar)। কমেডি, অ্যাকশন থেকে রোম্যান্স সবেতেই সুপারহিট অক্ষয় কুমার। বছর বছর একাধিক হিট ছবি থাকে তাঁর ঝুলিতে। আর ৩০ বছরের অভিনয় জীবনে বহু অভিনেত্রীর সাথে জুটিও বেঁধেছেন অক্ষয় কুমার। এমনকি বলিউডের দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) এর সাথেও বহুবারই কাজ করেছেন খিলাড়ি। দুজনের জুটি বেশ জনপ্রিয়তাও পেয়েছিল।
বলিউডের ছবি যেমন সুপারহিট হয় তেমন এক এক জনের প্রেম জীবনও সিনেমার মতনই। বেশির ভাগ অভিনেতা অভিনেত্রীদের একাধিক সম্পর্কে জড়াতে দেখা যায়। মূলত ছবিটি একসাথে অভিনয়ের দৌলতেই অনেকে প্রেমে পরে যান। আর অক্ষয়-প্রিয়াঙ্কা জুটি সুপারহিট হতেই তাদের মধ্যেকার প্রেমকাহিনী নিয়ে ব্যাপক গুঞ্জন শুরু হয়েছিল বলিপাড়ায়।
দুজনের মধ্যেকার অন স্ক্রিন কেমিস্ট্রি যেমন নজর করেছিল তেমনই বাস্তবেও গড়িয়েছিল প্রেমের জল। জানা যায় বিবাহিত হলেও প্রিয়াঙ্কাকে ভালোবেসে ফেলেছিলেন অক্ষয় কুমার। আর প্রিয়াঙ্কাও সব কিছু জানা সত্ত্বেও ভালোবেসে ফেলেছিলেন অক্ষয়কে। ‘এইতরাজ’ ছবিতে একসাথে কাজ করেছিলেন অক্ষয় প্রিয়াঙ্কা। ছবিতে কাজের সময়েই বেশ ঘনিষ্ঠ হয়ে পড়েন দুজন।
এক সাক্ষাৎকারে নিজেদের এই গোপন সম্পর্কের কথা স্বীকার পর্যন্ত করেছিলেন প্রিয়াঙ্কা। ছবির রিলিজের সময় প্রিয়াঙ্কার বয়স ছিল মাত্র ২১ বছর। ছবিতে প্রিয়াঙ্কার চরিত্র ছিল সর্বদা যৌন চাহিদায় ক্ষুধার্ত এক মহিলার। যেখানে সর্বদাই যৌন সম্পর্কে মেতে উঠতে চায় সে। অভিনেত্রী নিজেই তাঁর চরিত্রটিকে ‘খারাপ মহিলা’ বলেছিলেন।
ছবির স্ক্রিনিংয়ের দিন মা বাবাকে সাথে নিয়ে গিয়েছিলেন প্রিয়াঙ্কা। আর হলে বাকি সকলের সাথে উত্তেজক দৃশ্যে মেয়েকে বড়পর্দায় দেখেছিলেন প্রিয়াঙ্কা মা বাবাও। প্রিয়াঙ্কা জানান, আমি সেই সময় খুবই ভয় পেয়ে গিয়েছিলাম। তবে ছবি শেষ হতেই সকলে হাততালিতে ভরিয়ে দেয় আর আমার দিকে তাকাতে থাকে। লোকে আমার অভিনয়ের যথেষ্ট প্রশংসা করেছিল, এমনকি ছবির বাকি অভিনেতারাও প্রশংসা করেছিলেন।
প্রসঙ্গত, এইতরাজ’ ছবিতে অক্ষয় প্রিয়াঙ্কা ছাড়াও অমরীশ পুরী ও কারিনা কাপুরকেও দেখা গিয়েছিল। এরপর বলিউডে একাধিক হিট ছবি উপহার দিয়েছেন অভিনেত্রী। আর বর্তমানে বলিউড ছেড়ে সোজা হলিউডে পাড়ি দিয়েছেন প্রিয়াঙ্কা। আমেরিকান পপ সিঙ্গার নিক জোন্সকে বিয়ে করে আপাতত বিদেশিনী ‘দেশি গার্ল’।