ভারতীয় টেলিভিশনের অন্যতম জনপ্রিয় কমেডি শো হল কমেডি কিং কপিল শর্মার (Kapil Sharma) দ্য কপিল শর্মা শো (The Kapil Sharma Show) । প্রতি সপ্তাহেই বিনোদন জগত থেকে শুরু করে অনান্য পেশার সাথে যুক্ত একাধিক সেলিব্রেটি এসে উপস্থিত হন কপিল শর্মার হাসি মজায় ভরা এই অনুষ্ঠানে। আর এবার, ‘দ্য কপিল শর্মা শো’তে অতিথি হিসেবে হাজির হতে চলেছেন দেশের দুই জনপ্রিয় ক্রিকেট তারকা শিখর ধাওয়ান (Shikhar Dhawan) এবং পৃথ্বী শ (Prithvi Shaw)।
উল্লেখ্য এই প্রথম নয় এর আগেও কপিল শর্মার এই শোতে এসেছেন শিখর। আর ক্রিকেটের ময়দানের মতোই এদিন তার সাথে জুটি বাঁধতে চলেছেন তরুণ প্রজন্মের কাছে বিপুল জনপ্রিয় ক্রিকেটার পৃথ্বীও। এতদিন ২২ গজের ময়দানে তাদের ক্রিকেট খেলার প্রতিভার পরিচয় পেয়েছেন দেশবাসী। কিন্তু এবার কপিল শর্মার মঞ্চে এসে নিজেদের সুপ্ত প্রতিভার পরিচয় দিতে চলেছেন এই দুই ক্রিকেট তারকা। সম্প্রতি চ্যানেল কর্তৃপক্ষের তরফে সোশ্যাল মিডিয়ায় এই পর্বের একটি ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে জাতীয় ক্রিকেট টিমের দুই খেলোয়াড়ের সাথে হাসি মজায় মেতে উঠেছেন কপিল। এমনই একটি দৃশ্যে দেখা গিয়েছে কপিলের মুখে গার্লফ্রেন্ডের নাম শুনতেই হাসতে হাসতে জিভ দিয়ে নিজেই নিজের জিভ চাটেন পৃথ্বী।
বিষয়টি নজরে পড়তেই পৃথ্বীর পিছনে লাগতে শুরু করেন কপিল। এছাড়া এদিন নিজের সুপ্ত প্রতিভার পরিচয় দিয়ে কপিল শর্মার মঞ্চে জগজিৎ সিংয়ের জনপ্রিয় গান ‘হোঁঠও সে ছুঁলো তুম’ এর অসাধারণ বোল বাঁশির সুরে তুলে তাক লাগিয়ে দেন শিখর। যা শোনা মাত্রই বদলে যায় গোটা আবহ আর হাততালিতে ফেটে পড়ে কপিলের মঞ্চ।
কম যান না পৃথ্বিও। তরুণ প্রজন্মের কাছে বিপুল জনপ্রিয় রণবীর সিংয়ের ‘গাল্লি বয়’ সিনেমার র্যাপ গান ‘আপনা টাইম আয়েগা’ গেয়ে সকলের মন জয় করে নেন পৃথ্বী। এছাড়া এদিন কপিলের মঞ্চে দুই ক্রিকেট তারকা কে নানান মজার খেলায় মেতে উঠতে দেখা যায়। উল্লেখ্য দারুন হাসি মজায় ভরপুর এই পর্বটি টিভির পর্দায় দেখা যাবে আগামী ২৩ জানুয়ারি।
View this post on Instagram