‘নো প্যানিক, অনলি টনিক’ গত কয়েকদিন ধরে বাঙালির মুখে মুখে ঘুরছে এই চারটি শব্দ। যেন অদ্ভুত একটা স্বস্তি পাওয়া যাচ্ছে এই ডায়লগ বলে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে গত ২৪ শে অক্টোবর মুক্তি পেয়েছে দেব (Dev) এবং পরান বন্দোপাধ্যায় (Paran Bandopadhyay) এর টনিক (Tonic)। এই ছবির ট্রেলার রিলিজ হওয়ার পর থেকেই দর্শকদের মধ্যে প্রবল উৎসাহ তৈরি হয়েছিল।সম্পূর্ণ অন্য ধাঁচের এই ছবিতে ফুটে উঠেছে দুই জেনারেশনের অসম্ভব সুন্দর রসায়ন। ছবিতে ৮০ ঊর্ধ্ব পরানের সাথে পর্দা মাতিয়েছেন অভিনেতা দেব।
করোনার তৃতীয় কোপ ও বাধ সাধতে পারেনি টনিকের জনপ্রিয়তায়। দেব আগেই বুঝেছিলেন আজকালকার দিনে আর মারামারি, নাচ গানের কমার্শিয়াল সিনেমা বাঙালি দেখতে চাননা। প্রত্যেকেই চান কন্টেন্ট ভিত্তিক ছবি। আর সেই টোটকা কাজে লাগিয়েই টানা ২৫ দিন ধরে হাউজফুল ‘টনিক’ আর এর জেরে বক্স অফিসে ঠিক কতটা ব্যবসা করেছে এই ছবি তা বুঝেই নিন।
তার ছবিকে এত ভালোবাসা জানানোর জন্য এদিন সোশ্যাল মিডিয়ায় কালো শার্ট আর হাতে ঘড়ি পরে দম ফাটা হাসির ছবি শেয়ার করেছেন দেব। ক্যাপশনে লিখেছেন, ‘২৫ দিন সম্পূর্ণের উদযাপন চলছে, এখনও ব্লকবাস্টার ছবিটি, শুধু একটাই কথা বলার যে অসংখ্য ধন্যবাদ’। অন্যদিকে, আল্লু অর্জুনের ছবি পুষ্পাও একইভাবে মাতিয়ে চলেছে বক্স অফিস৷
আমরা সকলেই জানি করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউ দেশের বুকে আছড়ে পড়তেই দীর্ঘদিন বন্ধ ছিল সিনেমা হল গুলি। এই পরিস্থিতিতে প্রবলভাবে ধাক্কা খেয়েছিল টলিউড ইন্ডাস্ট্রি। তবে গত ২৪ শে ডিসেম্বর ‘টনিক’ মুক্তি পেতেই হল উপচে পড়েছে দর্শকে। ছবি মুক্তি পাওয়ার পর সমস্ত হলই হাউজফুল হয়েছে। পরপর দুই সপ্তাহ এই ছবি চুটিয়ে ব্যবসা করেছে।
View this post on Instagram
ঘ্যানঘ্যানে প্রেম, বিচ্ছেদ, থ্রিলার, রহস্য থেকে সম্পূর্ণ অন্য ধরণের এই ছবির গল্প৷ ছবিতে নেই কোনোও নায়িকা। নায়ক একজন দেব হলে অন্যজন পরান বন্দোপাধ্যায়। করোনার পর চলতি বছরেই মুক্তি পেয়েছে দেবের ছবি গোলন্দাজ। কিন্তু এই ছবি হিট হয়নি বললে ভুল হবে, কিন্তু সেভাবে দেবকে পাননি দর্শকেরা তার ছাপ ও স্পষ্ট ছিল বক্স অফিসে। কিন্তু বুড়ো হাড়ের জোর দেখিয়ে দেবের সাথে অভিনয় করতেই টনিক সুপার ডুপার হিট বক্স অফিসে। বলা যায়, এই ছবিই অনেক দিন পর টলিউডের কোনোও ছবি বক্স অফিসে তুমুল সাড়া ফেলে দিয়েছে।