বাঙালিদের প্রতিদিনের বিনোদন মানেই সন্ধ্যে বেলা টিভির পর্দায় নানা গল্পের সিরিয়াল (Serial)। টিভির পর্দায় একাধিক সিরিয়াল আসে যা দর্শকদের ব্যাপক মনে ধরে যায়। সম্প্রতি আরও এক নতুন কাহিনী নিয়ে আসছে ষ্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া (Anurager Chowa)’ সিরিয়াল। ইতিমধ্যেই নতুন সিরিয়ালের প্রমো ভিডিও শেয়ার করা হয়েছে চ্যানেলের অফিসিয়াল পেজে।
গতবছর থেকেই ষ্টার জলসার একাধিক সিরিয়ালের জনপ্রিয়তা কমে গিয়েছে। যে কারণে বন্ধ হয়েছে অনেক সিরিয়াল। এমনকি মেগা সিরিয়াল শ্রীময়ী ও শেষ হয়ে গিয়েছে। একসময়ের জনপ্রিয় ‘খড়কুটো’ সিরিয়াল দর্শকদের মন জিততে ব্যর্থ হওয়ায় তার বদলে এসেছে নতুন সিরিয়াল। স্লট পাল্টে দুপুরবেলা সম্প্রচারিত হচ্ছে খড়কুটো। তবে এবার আবারও নতুন সিরিয়ালের প্রোমো রিলিজ হতেই আশঙ্কা হয়তো কোনো এক সিরিয়ালের ওপর কোপ পড়তে চলেছে।
‘অনুরাগের ছোঁয়া’ সিরিয়ালের যে প্রমো ভিডিও শেয়ার করা হয়েছে সেখান থেকে বোঝা যাচ্ছে ‘দেশের মাটি’ সিরিয়ালের নায়ক দিব্যজ্যোতি দত্ত থাকছেন এই সিরিয়ালে। অন্যদিকে নায়িকার চরিত্রে রয়েছেন নতুন অভিনেত্রী স্বস্তিকা ঘোষ (Swastika Ghosh)। যদিও একেবারে প্রথম অভিনয় নয় এটা অভিনেত্রী। এর আগে ‘স্বরস্বতীর প্রেম’ ও ‘দত্ত অ্যান্ড বৌমা’ ধারাবানীকে দেখা গিয়েছিল স্বস্তিকাকে। তবে মূল নায়িকার চরিত্রে এই প্রথম।
সিরিয়ালে একটা নায়িকা নেই! স্বস্তিকার পাশাপাশি রূপবতী নায়িকার চরিত্রে দেখা যাবে সৌমিলি চক্রবর্তীকে (Soumili Chakraborty)। অভিনেত্রীর এটাই প্রথম সিরিয়ালে অভিনয়। সিরিয়ালে স্বস্তিকা ও সৌমিলি দুই বোনের চরিত্রে অভিনয় করবেন। সৌমিলি সুন্দরী ও গরিব মানুষকে দুচোখে দেখতে পছন্দ করে না। অন্যদিকে স্বস্তিকার তেমন রূপ না থাকলেও গুণ রয়েছে ভরপুর। আর নায়কের মতে রূপ নয় বরং গুণটাই আসল।
প্রসঙ্গত, নতুন এই সিরিয়ালের প্রমো ভিডিও শেয়ার হবার পর থেকেই ব্যাপক ভাইরাল হয়ে পড়েছে। অনেকেরই এই প্রোমো ভিডিও দারুণ লেগেছে। সিরিয়ালের মূল ধারণা ‘রূপ নয় গুণটাই আসল’ মনে ধরেছে দর্শকদের। তবে সিরিয়াল শুরু হলে কেমন জনপ্রিয়তা হয় সেটাই এখন আসল দেখার বিষয়।