বাংলা টেলিভিশনের জনপ্রিয় রিয়্যালিটি শো দাদাগিরি (Dadagiri)। যাঁর সঞ্চালনার দায়িত্ব রয়েছে ক্রিকেটের মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) হাতে। মাঝে অবশ্য একবার সঞ্চালক বদলের চেষ্টা করা হয়েছিল, তবে তাতে খুব একটা লাভ হয়নি। দাদাগিরির মঞ্চে সৌরভ গঙ্গোপাধ্যায়কেই দেখতে চাই দর্শকেরা। দেখতে দেখতে সিজেন ৯ চলছে দাদাগিরির। তবে এবার সৌরভকে টেক্কা দিতে আসছে আরেক দাদা!
আসলে দাদাগিরির ব্যাপক জনপ্রিয়তার পর এবার জি সার্থক চ্যানেলে শুরু হয়েছে ‘দাদাগিরি হৃদয়ারু (Dadagiri Hrudayaru)’। অর্থাৎ বাংলার রিয়্যালিটি শো এবার সোজা ওড়িশার মানুষদের মন মাতাবে। যদিও এর আগে বাংলার একাধিক সিরিয়াল অন্যান্য ভাষায় সম্প্রচারিত হয়েছে। এবার দাদাগিরিও সেই দলেই নাম লেখালো।
২০০৯ সালে প্রথম শুরু হয়েছিল দাদাগিরি। প্রথম দুই সিজেন সৌরভ সঞ্চালনা করলেও তিন ন্বর সিজেনে মিঠুন চক্রবর্তীকে সঞ্চালক করা হয়েছিল। কিন্তু সেবারে জনপ্রিয়তা তেমন হয়নি তাই আবারও সৌরভ ফিরেছেন সঞ্চালনায়। সেই থেকে আজ সিজেন ৯ একভাবে দাদাগিরির সঞ্চালনার দায়িত্বে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
১৫ই জানুয়ারি থেকে শুরু হয়ে গিয়েছে এই দাদাগিরি হৃদয়ারু রিয়্যালিটি শো। শোয়ের সঞ্চালনার দায়িত্বে থাকছেন ওড়িয়া সুপারস্টার তথা রাজনীতিবিদ অনুভব মোহান্তি (Anubhav Mohanty)। ইতিমধ্যেই শোয়ের বেশ কয়েক ঝলক সোশ্যাল মিডিয়াতে শেয়ার হয়েছে। এখন কতটা জনপ্রিয় হয় এই শো সেটাই দেখার।
View this post on Instagram
প্রসঙ্গত, এবারের দাদাগিরি সিজেন ৯ এর থিম ‘হাত বাড়ালেই বন্ধু হওয়া যায়’।দাদাগিরির মঞ্চে সেই সমস্ত মানুষদের কুর্নিশ জানানো হয়েছে যাঁরা অসহায় মানুষদের পাশে থেকেছেন। একইভাবে নতুন এই ওড়িয়া দাদাগিরিতেও সমাজের সেই মানুষগুলোকে সামনে আনা হয়েছে যারা অসহায়দের পাশে দাঁড়িয়েছেন।
ওডিশার ৩০টি জেলা থেকে মানুষেরা এই শোতে আসার সুযোগ পাবেন। আর শোয়ের জন্য দাদাগিরির স্টাইলেই তৈরী হয়েছে থিম গান। যেখানে অনুভবকে জয় জগন্নাথ বলে শো শুরু করতে দেখা যাচ্ছে। নতুন রিয়্যালিটি শো এর শুরুতেই বাংলার জনপ্রিয় সিরিয়াল মিঠাইয়ের ওড়িয়া রিমেক ‘ঝিল্লি’ এর টিম হাজির হয়েছিল।