• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ডিভোর্সের পরেই বলিউডে দারুন সুযোগ! একটা দুটো নয় তিনটে ছবির অফার পেলেন সামান্থা

Published on:

Samantha,সামান্থা,Bollywood,বলিউড,Yash Raj Films,যশরাজ ফিল্মস

বিগত বেশ কিছুদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। গত বছরেই ওটিটি প্লাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওর ‘দ্য ফ্যামিলি ম্যান সিজন ২’ তে অভিনয় করার মাধ্যমে বলিউড ডেবিউ করেছিলেন অভিনেত্রী। এই ওয়েব সিরিজে মনোজ বাজপেয়ীর মতো বলিষ্ঠ অভিনেতার বিপরীতে সামান্থার অভিনয় মন জয় করেছিল দর্শকদের।

এবার বছরের শুরুতেই সামান্থা ভক্তদের জন্য সুখবর।বলিউডের খ্যাতনামা প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মসের তরফে তিন তিনটি ছবির প্রস্তাব পেয়েছেন অভিনেত্রী। যদিও এর আগেও গুঞ্জন শোনা গিয়েছিল বলিউডে বেশ কিছু সিনেমার জন্য প্রস্তাব পেয়েছেন সামান্থা। যদিও এখনও পর্যন্ত এবিষয়ে নিশ্চিত করে কিছু জানানো হয়নি।

Samantha,সামান্থা,Bollywood,বলিউড,Yash Raj Films,যশরাজ ফিল্মস

সদ্য জনপ্রিয় সুপারস্টার নাগা চৈতন্যর সাথে ডিভোর্স হয়েছে অভিনেত্রীর। এসবের মধ্যেই গুঞ্জন বলিউডের জনপ্রিয় প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মসের তরফে তিন তিনটি ছবির প্রস্তাব এসে পৌঁছেছে সামান্থার হাতে। বর্তমানে গোটা ফিল্ম ইন্ডাস্ট্রিতে ব্যাপক ডিম্যান্ড সামান্থার। তাই শোনা যাচ্ছে যশরাজ ফিল্মসের তরফে সামান্থাকে মোটা অঙ্কের পারিশ্রমিক দেওয়ার প্রস্তাব দিয়ে তিন তিনটি প্রজেক্টের অফার দেওয়া হয়েছে।

Samantha,সামান্থা,Bollywood,বলিউড,Yash Raj Films,যশরাজ ফিল্মস

যদিও এখন পর্যন্ত এবিষয়ে নিশ্চিত করে কিছু জানানো হয়নি। উল্লেখ্য বলিউডের একাধিক প্রজেক্ট ছাড়াও সামান্থার হাতে রয়েছে একগুচ্ছ সিনেমা তার মধ্যে অন্যতম হল ‘কাথু ভাকুলা রেন্দু কাধল’, ‘শকুন্তলাম’ ও ‘যশোদা’। এছাড়াও সামান্থার মুকুটে জুড়েছে নতুন পালক। হলিউড সিনেমা ‘অ্যারেঞ্জমেন্টস অফ লাভ’-এর মধ্য দিয়েই হলিউডে অভিষেক হতে চলেছে অভিনেত্রীর।

Samantha,সামান্থা,Bollywood,বলিউড,Yash Raj Films,যশরাজ ফিল্মস

উল্লেখ্য সামান্থাকে শেষবার দেখা গিয়েছে আল্লু অর্জুন অভিনীত ব্লকবাস্টার সিনেমা ‘পুষ্প : দ্য রাইজ পার্ট ১’ সিনেমার আইটেম গান ‘ও আন্তাভা’-তে। এই গানটিতে মাত্র ৩ মিনিটের অ্যপিয়ারেন্সের জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক নিয়েছেন অভিনেত্রী। যা শুনলে চোখ কপালে উঠবে যে কারও। জানা গেছে এই গানটির জন্য ৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন অভিনেত্রী।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥