বীরভূমের বাদাম ফেরিওয়ালা ভুবন বাদ্যকরের (Bhuban Badyakar) ‘কাঁচা বাদাম (kacha badam)’ গান সোশ্যাল মিডিয়াতে মারাত্মক ভাইরাল (viral) হয়ে পড়েছিল। যদিও তাঁর নিজের লেখা গান যে একদিন এমন ভাইরাল হবে সেটা তিনি নিজেও বুঝতে পারেন নি। তবে একবার ভাইরাল হতেই ছোট থেকেই বড় সকলের মন কেড়ে নিয়েছে এই গান। তাই সোশ্যাল মিডিয়াতে সর্বত্রই দেখা মিলেছে কাঁচা বাদাম গানের।
যদিও কাঁচা বাদাম প্রথম সামনে আসার পর থেকে বেশ কিছুটা সময় পেরিয়ে গিয়েছি। তবে জনপ্রিয়তা কিন্তু এখনও সেভাবে কমেনি। মাঝে মধ্যেই নতুনত্বভাবে গানটিকে তুলে ধরতে দেখা যাচ্ছে আরও অনেককে। আর সম্প্রতি এক খুদের গলায় কাঁচা বাদাম গান বেশ ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে।
ভিডিওতে একরত্তি শিশুটি কাঁচা বাদাম গান শুনেই প্রথমে চিৎকার করে উঠেছে। তারপর ‘কাঁচা বাদাম’ বলে গান গাইতে শুরু করেছে। যে গানটি শুনে গাইছিল একরত্তি সেটা ছিল কাঁচা বাদাম গানের রিমিক্স ভার্শন আর সেখানে ‘উঁ’ মিউজিক আসার সাথে সাথেই দিব্যি নকল করতে দেখা যাচ্ছ তাকে। খুদের এই কান্ডকারখানা রেকর্ড করে শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়াতে। যা বর্তমানে নেটিজেনদের মন কেড়েছে।
আসলে বর্তমান সময়ের ছোট্ট ছেলে মেয়েরা এখন থেকেই অনেক অ্যাডভান্স। ছোট থেকেই হাতে মোবাইল থেকে কম্পিউটার পেয়ে গিয়ে সবটাই খুব জলদি বুঝতে শিখে যাচ্ছে শিশুরা। আর সোশ্যাল মিডিয়াতে তো ছোট থেকে বুড়ো সবাই রয়েছে। তাই কাঁচা বাদাম গান তো পুচকে সোনার নজরে আসারই ছিল।
প্রসঙ্গত, কাঁচা বাদাম গান ভাইরাল হবার আগে গ্রামে গ্রামে ঘুরে কাঁচা বাদাম বিক্রি করেই দিন কাটত ভুবন বাবুর। তবে তাঁর গান ভাইরাল হবার পর একপ্রকার সেলেব্রিটিতে পরিণত হয়েছেন তিনি। টিভি চ্যানেলে ইন্টারভিউ থেকে গানের অ্যালবামে গান গাওয়া হয়ে গিয়েছে ভুবন কাকুর। অবশ্য এখন তাকে ভুবন বাদ্যকর নয় বরং ‘বাদাম কাকু’ নামেই চেনে সকলে।